IND vs AUS: ‘ওদের গর্বিত করতে হবে…’, ভারতের বিরুদ্ধে খেলার আগে হুঙ্কার ম্যাকসোয়েনির!
Border-Gavaskar Trophy, Nathan McSweeney: সকলের মধ্যে এগিয়ে ছিলেন ১৯-এর তরুণ স্যাম কন্টাস। যদিও শেষ মুহূর্তে দৌড়ে ঢুকে পড়েন অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনি। পারথে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে চলেছে। তার আগে যা বলছেন...।
বড় মুহূর্ত অপেক্ষা করছে। সেটা কঠিনও হতে পারে আবার গর্বেরও। গত কয়েক সপ্তাহ অস্ট্রেলিয়া ক্রিকেটে প্রবল আলোচনায় ছিল ওপেনিং স্পট। উসমান খোয়াজার সঙ্গী হিসেবে দৌড়ে ছিলেন তিন জন। এর মধ্যে দু-জন আগেও টেস্ট খেলেছেন। ক্যামেরন ব্যানক্রফ্ট এবং মার্কাস হ্যারিস। সকলের মধ্যে এগিয়ে ছিলেন ১৯-এর তরুণ স্যাম কন্টাস। যদিও শেষ মুহূর্তে দৌড়ে ঢুকে পড়েন অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনি। পারথে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে চলেছে। তার আগে যা বলছেন…।
বিগ ব্যাশ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে মূলত তিন নম্বরে ব্যাট করেন। তাঁকেই শেষ অবধি ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে পারথ টেস্টের জন্য। ভারত এ দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নাথান ম্যাকসোয়েনি। জাতীয় দলের নেটে সামলেছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স, বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের মতো বিধ্বংসী ত্রয়ীকে। টেস্ট অভিষেক নিয়ে আত্মবিশ্বাস ও উত্তেজনায় ফুটছেন ম্যাকসোয়েনি।
এই খবরটিও পড়ুন
টেস্ট অভিষেক নিয়ে ম্যাকসোয়েনি বলেন, ‘আমার কাছে ভূমিকাটা পরিষ্কার। এর জন্য প্রস্তুতও। কেরিয়ারের সেরা ব্যাটিংটাই করছি। আশা করছি ভারতের বিরুদ্ধেও সেটা করতে পারব। এত দ্রুত সব ঘটে গিয়েছে তাই হয়তো বিশ্বাস করতে একটু সমস্যা হচ্ছে। এটুকু বলতে পারি, আমার অনেক সমর্থক রয়েছে। ওদের গর্বিত করতে চাই। পরিবার অনেক স্বার্থ ত্যাগ করেছে আমাকে এই জায়গায় পৌঁছে দিতে। অনেক কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আশা করছি, প্রত্যেকের অবদানকে বিফলে যেতে দেব না।’