Mohammed Shami: মহম্মদ সামিকে রেখেই মুস্তাক আলি টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলার
Syed Mushtaq Ali Trophy 2024-25: ক্যাপ্টেন সুদীপ ঘরামিও রয়েছেন অকশনের তালিকায়। বাংলার প্রথম ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। বিশেষ নজর থাকবে সামির দিকেও। গুজরাট টাইটান্স তাঁকে রিটেন করেনি। রঞ্জিতে প্রত্যাবর্তনেই সাত উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।
প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে মহম্মদ সামির। সদ্য রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলেছেন। বাংলার এই পেসার খেলবেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও! অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে উঠতে না পারায় তাঁকে ভারতের টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। খুব তাড়াতাড়িই যে অস্ট্রেলিয়ার বিমানে দেখা যেতে পারে তাঁকে, এ বিষয়ে সন্দেহ নেই। রঞ্জিতে একটা ম্যাচ খেললেও, সামি নিজেকে আরও একটু পরখ করে নিতে পারেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলা ক্রিকেট সংস্থা। তাতে রয়েছেন সামিও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন ২৪ ও ২৫ নভেম্বর। তার একদিন আগে শুরু সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি। আইপিএলের অকশনে নাম লেখানো ভারতীয় ক্রিকেটাররা কার্যত একটি ম্যাচ পাবেন নিলামের আগে নিজেদের ‘দক্ষতা’ প্রমাণের। এই তালিকায় বাংলার ক্রিকেটাররাও রয়েছেন। সামির মতো তারকাকে বাদ দিয়েও বাংলার বেশ কয়েকজন ক্রিকেটার অকশনে নাম রেজিস্টার করেছেন। ক্যাপ্টেন সুদীপ ঘরামিও রয়েছেন অকশনের তালিকায়। বাংলার প্রথম ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। বিশেষ নজর থাকবে সামির দিকেও। গুজরাট টাইটান্স তাঁকে রিটেন করেনি। রঞ্জিতে প্রত্যাবর্তনেই সাত উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে কেমন পারফর্ম করেন, সেটাই দেখার।
এই খবরটিও পড়ুন
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির জন্য ঘোষিত বাংলা দল: সুদীপ ঘরামি (ক্যাপ্টেন), মহম্মদ সামি, অভিষেক পোড়েল, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাদ আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধী, রনজ্যোৎ সিং খাইরা, প্রয়াস রায় বর্মণ, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, সৌম্যদীপ মন্ডল