Balurghat: ঠেলায় পড়লে এমনও হয়! পদের দায়ে এবার রাস্তায় গরু তাড়াচ্ছেন পদস্থ কর্তাব্যক্তিরাই? কেন জানেন?

Balurghat: বালুরঘাট শহর জুড়ে গবাদি পশু বিচরণ করছে। শহরের ব্যস্ততম রাস্তাঘাট দখল করে থাকছে গবাদি পশু। এরফলে বালুরঘাটের রাস্তায় দিন দিন বাড়ছে যানজট। এমনকি বাড়ছে দুর্ঘটনাও।

Balurghat: ঠেলায় পড়লে এমনও হয়! পদের দায়ে এবার রাস্তায় গরু তাড়াচ্ছেন পদস্থ কর্তাব্যক্তিরাই? কেন জানেন?
গরু তাড়াচ্ছেন চেয়ারম্যান!Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 11:58 AM

বালুরঘাট: কখনও একেবারে দল বেঁধে রাস্তা দিয়ে চলা শুরু করে, কখনও আবার রাস্তার মাঝেই আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। কোনওভাবেই পার হওয়ার উপায় থাকছে না। গুঁতো খাওয়ার ভয় তো থাকেই। বাচ্চা তো ছাড়, সাইকেল-স্কুটিতে কিংবা হেঁটেও চলাফেরা করতে ভয় পাচ্ছেন বয়স্করাই। উত্তরোত্তর বাড়ছে তাদের সংখ্যা। বালুরঘাট শহরের এখন অনাঙ্খিত বিপদ গরু- মোষের বাড়বাড়ন্ত।

বালুরঘাট শহর জুড়ে গবাদি পশু বিচরণ করছে। শহরের ব্যস্ততম রাস্তাঘাট দখল করে থাকছে গবাদি পশু। এরফলে বালুরঘাটের রাস্তায় দিন দিন বাড়ছে যানজট। এমনকি বাড়ছে দুর্ঘটনাও। সম্প্রতি বেশ কয়েকবার গরু ও ষাঁড়ের গুঁতোয় একাধিক শহরবাসী জখম হয়েছেন। বারবার সর্তক করার পরেও নিজেদের গবাদি পশু আটকে রাখেনি মালিকরা। সমস্যায় পড়ছেন পথচারীরা।

এবার বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হল প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরই।  রাস্তায় ঘুরে বেরিয়ে অন্যের গবাদিপশু ধরপাকড় শুরু করল বালুরঘাট পুরসভা প্রশাসন৷ সোমবার গভীর রাতে বালুরঘাট শহর জুড়ে চলে এই অভিযান। যেখানে হাজির ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ-সহ পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি। আজ বালুরঘাট থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে বেশ কয়েকটি গরু ধরা হয়। মধ্যরাত পর্যন্ত গোটা শহরে চলে অভিযান৷ পুরসভার তরফে জানানো হয়েছে, গরুর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনেও এই ধরপাকড় লাগাতার চলবে বলেই চেয়ারম্যান জানিয়েছেন।