ICC Champions Trophy: হাইব্রিড মডেল না হলে… পাকিস্তানকে সতর্কবার্তা আইসিসির
India vs Pakistan, ICC: পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিল হাইব্রিড মডেলের জন্য। ভারতের খেলাগুলি আরব আমির শাহির ভেনুতে এবং ফাইনাল দুবাইয়ের প্রস্তাব দিয়েছিল আইসিসি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড মরিয়া নিজেদের দেশেই পুরো টুর্নামেন্ট করতে। যে কারণে, পরিষ্কার বার্তা দেওয়া হল আইসিসির তরফে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জট কিছুতেই কাটছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড নাছোড়বান্দা। অন্য দিকে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও বোঝানোর পথেই ছিল। এ বার সতর্কবার্তাও দেওয়া হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ভারতীয় বোর্ডের তরফে অনেক আগেই আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানে টিম পাঠানো হবে না। আইসিসিও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিল হাইব্রিড মডেলের জন্য। ভারতের খেলাগুলি আরব আমির শাহির ভেনুতে এবং ফাইনাল দুবাইয়ের প্রস্তাব দিয়েছিল আইসিসি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড মরিয়া নিজেদের দেশেই পুরো টুর্নামেন্ট করতে। যে কারণে, পরিষ্কার বার্তা দেওয়া হল আইসিসির তরফে।
ভারতকে ছাড়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব নয়, সেটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা না। আইসিসি-র আয়ের বেশিরভাগই আসে ভারতীয় টিমের কারণেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না থাকলে ব্রডকাস্টাররা সরে দাঁড়াতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দেশের খেলা সম্প্রচারের জন্যই ব্রডকাস্টার খুঁজতে হিমসিম খেয়েছিল। সেখানে ভারতহীন চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রডকাস্টার খুঁজতে কী পরিস্থিতি হতে পারে, সহজেই বোঝা যায়।
এখানেই শেষ নয়। কিছুদিন আগে ইংল্যান্ড টিম পাকিস্তান সফরে গিয়েছিল। সে সময় ইংল্যান্ড বোর্ডের শীর্ষকর্তাও জানিয়েছিলেন, হাইব্রিড মডেলের কথাই ভাবা উচিত পাকিস্তানের। কারণ, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব নয়। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে এবং ভারত খেললে আয়োজক হিসেবে পুরো টাকাই পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ভারতকে ছাড়া টুর্নামেন্ট করলে আয়োজনের পুরো টাকা মিলবে না, পরিষ্কার করে দেওয়া হয়েছে আইসিসির তরফে। শুধু তাই নয়, ভারতীয় বোর্ডকে নিয়ে আলটপকা মন্তব্যের জন্যও সতর্ক করা হয়েছে পিসিবিকে।
এই খবরটিও পড়ুন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি প্রকাশ্যে নানা কথা বললেও আইসিসির সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর। সেরা বিকল্প কী হতে পারে এই নিয়েও আইসিসির পরামর্শ নিচ্ছেন। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট না হলে, চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়েও নেওয়া হতে পারে।