Rishabh Pant: টাকার জন্য নয়, ঝামেলার জেরে দিল্লি ছাড়তে হয়েছে পন্থকে? বিতর্ক তুঙ্গে
IPL 2025, DC: সুনীল গাভাসকরের মতো বিশেষজ্ঞ কিন্তু বলে দিচ্ছেন, দিল্লির উচিত পন্থকে নিলাম থেকে কেনা। প্লেয়ার অনেক সময় ফ্র্যাঞ্চাইজির দেওয়া দরে খুশি হয় না। পরে তার সঙ্গে ব্যাপারটা মেটে। পন্থের ক্ষেত্রেও সে ভাবে মিটতে পারে ব্যাপারটা? পন্থ কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন।
কলকাতা: যে দর দেওয়া হয়েছিল, তাতে খুশি ছিলেন না? আরও টাকা চেয়েছিলেন? নাকি, অর্থের গল্পই নেই। ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরেই ছেড়ে দেওয়া হয়েছে? চারদিন পর আইপিএলের মেগা নিলাম। তার আগে ঋষভ পন্থকে নিয়ে প্রবল আলোচনা। সুনীল গাভাসকরের মতো বিশেষজ্ঞ কিন্তু বলে দিচ্ছেন, দিল্লির উচিত পন্থকে নিলাম থেকে কেনা। প্লেয়ার অনেক সময় ফ্র্যাঞ্চাইজির দেওয়া দরে খুশি হয় না। পরে তার সঙ্গে ব্যাপারটা মেটে। পন্থের ক্ষেত্রেও সে ভাবে মিটতে পারে ব্যাপারটা? পন্থ কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন।
২০১৬ সাল থেকে দিল্লিতে খেলছেন পন্থ। শ্রেয়স আইয়ার দল ছাড়ার পর তিনিই সামলেছিলেন। টিমকে এগিয়ে নিয়ে গিয়েছেন। অবশ্য সাফল্য আসেনি। ব্যাটসম্যান-কিপার হিসেবে পন্থ যতটা কার্যকর, ক্যাপ্টেন হিসেবে নন, এমন বলা হয় ক্রিকেট মহলে। কিন্তু রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা পন্থের উপরেই আস্থা রেখে গিয়েছেন বরাবর। কোচ পন্টিং দল ছেড়েছেন। তার পরই কি কোপ পড়ল পন্থের উপর? এক্স হ্যান্ডলে স্টারস্পোর্টস একটি ভিডিও পোস্ট করেছেন সানির। তাতে প্রবীণ ক্রিকেটার স্পষ্ট বলছেন, পন্থকে দরকার দিল্লির। আর্থিক টানাপোড়েন থাকতেই পারে। তা মিটেও যেতে পারে। তাদের ক্যাপ্টেন লাগবে। দিল্লির জন্য উপযুক্ত পন্থ। ওই ভিডিয়োর তলায় পন্থ মন্তব্য করেছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, অর্থের কারণে রিটেনশন করার ব্যাপারটা ছিল না।’
এই খবরটিও পড়ুন
পন্থের এই মন্তব্যের পরই জলঘোলা শুরু হয়ে গিয়েছে। তা হলে কি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মনোমালিন্য চলছিল। কোন ঝামেলার জেরে তাঁকে দল ছাড়তে হয়েছে। দিল্লি কি বাধ্য করেছিল? এত প্রশ্নের উত্তর কিন্তু পন্থ দেননি। তবে তিনি যে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছেন, তাতে সন্দেহ নেই। অক্ষর প্যাটেল দিল্লিতে থাকবেন, জানাই ছিল। সাড়ে ১৬ কোটি দিয়ে রাখাও হয়েছে তাঁকে। কুলদীপ যাদব পেয়েছেন ১৩.২৫ কোটি। বিদেশি ত্রিস্তান স্টাবস ১০ কোটি ও আনক্যাপড হিসেবে ৪ কোটি টাকায় রাখা হয়েছে অভিষেক পোড়েলকে। পার্সে ৭৬.২৫ কোটি টাকা রয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, পন্থের মতো কার্যকর ক্রিকেটার, যিনি আবার টিমের ক্যাপ্টেন ছিলেন, তাঁকে সরিয়ে দেওয়া হল কেন?
My retention wasn’t about the money for sure that I can say 🤍
— Rishabh Pant (@RishabhPant17) November 19, 2024