IPL Sourav-Ponting: পরিকল্পনাহীন কোচ… পন্টিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন কাইফ

IPL 2025, DC: ভারতের প্রাক্তন ক্রিকেটার কাইফও দিল্লির কোচিং টিমের সদস্য। কোচ পন্টিং। আর ক্রিকেট ডিরেক্টর সৌরভ। প্রতি পদে নাকি তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন। শিখর ধাওয়ানের পুরনো এক গল্প তুলে ধরেছেন কাইফ। পঞ্জাব কিংসে এ বার গিয়েছেন রিকি। প্রীতি জিন্টার দলও ডুববে, স্পষ্ট বলে দিয়েছেন কাইফ। কী বলেছেন তিনি?

IPL Sourav-Ponting: পরিকল্পনাহীন কোচ... পন্টিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন কাইফ
Image Credit source: PTI FILE
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 1:29 PM

কলকাতা: এক সময় ভারতীয় ক্রিকেট উত্তাল হয়েছিল এক অস্ট্রেলিয়ান কোচকে নিয়ে। যাঁকে কোচ করেছিলেন তখনকার ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সৌরভকেই টিম থেকে বাদ দিয়েছিলেন। গ্রেগ চ্যাপেলের মতো না হলেও বিতর্কের মুখে এক অস্ট্রেলিয়ান কোচ। তিনি আর কেউ নন, রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালস তাঁকে কোচের ভূমিকা থেকে অব্যহতি দিয়েছে। এই পন্টিংয়ের কোনও কোচিং পরিকল্পনাই ছিল না। তাতেই কি সাফল্য মেলেনি? সেও ইঙ্গিতও মিলছে মহম্মদ কাইফের কথায়।

ভারতের প্রাক্তন ক্রিকেটার কাইফও দিল্লির কোচিং টিমের সদস্য। কোচ পন্টিং। আর ক্রিকেট ডিরেক্টর সৌরভ। প্রতি পদে নাকি তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন। শিখর ধাওয়ানের পুরনো এক গল্প তুলে ধরেছেন কাইফ। পঞ্জাব কিংসে এ বার গিয়েছেন রিকি। প্রীতি জিন্টার দলও ডুববে, স্পষ্ট বলে দিয়েছেন কাইফ। কী বলেছেন তিনি? ‘আমার তো মনে হয়, পন্টিং নিজেও মানবে, কোচ হিসেবে ও আরও ভালো কিছু করতে পারত দিল্লিতে। সৌরভ আর আমি মিলে যে টিম তৈরি করেছিলাম, কাকে রাখব প্রথম দলে, কাকে বাদ দেব, বুঝতেই পারতাম না। নিলামের আগে আমরা ঠিক করেছিলাম, ভারতীয় প্লেয়ারদের উপরেই ফোকাস করা হবে। সেই সময় সৌরভ কথা বলতে শুরু করে শিখরের সঙ্গে। শিখর তখন হায়দরাবাদে। কিন্তু পন্টিং ওকে চায়নি। ওর মনে হয়েছিল, শিখরের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। ওকে দিয়ে আর কিছু হবে না। আমার তো মনে হয়, ওযার্নার ওকে শিখরকে নিয়ে কিছু বুঝিয়েছিল। সৌরভ অবশ্য পন্টিংকে বুঝিয়েসুঝিয়ে রাজি করায়। শিখর কিন্তু সে বছর দিল্লির হয়ে দারুণ খেলে।’

পন্টিংকে কেন ছাড়ল দিল্লি? কাইফের কথায়, ‘ আমার তো মনে হয় ফ্র্যাঞ্চাইজির মালিকরাও বুঝতে পেরেছে, পন্টিংয়ের কোনও গেম প্ল্যানই নেই। ক্রিকেটে পন্টিং বিরাট নাম। সচিনের মতো। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি যদি থ্যাঙ্ক ইউ বলে দেয়, মানে তো টিম বুঝে গিয়েছে ওর কোনও পরিকল্পনা নেই।’

এই খবরটিও পড়ুন

এতেই শেষ নয়, পন্টিংকে নেওয়ার জন্য ভুগতে হবে, বলে দিচ্ছেন কাইফ। ‘এখন পঞ্জাবে গিয়েছে পন্টিং। ওখানে গিয়েই পুরনো কোচেদের মতো কাজ করতে শুরু করেছে। হাতে গোনা কয়েকজনকে রেখে পার্সে বিপুল টাকা রেখে দিয়েছে। অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোনদের ছেড়ে দিয়েছে। এদেরকেই নিলাম থেকে কম টাকায় কেনা যাবে, তার গ্যারান্টি কোথায়? পুরনো কোচরা যা করেছে পঞ্জাবে, পন্টিংও তাই করল। এটা আমি একেবারেই পছন্দ করি না।’