IND vs AUS: এ কী কাণ্ড! বুমরার বিশেষ প্রস্তুতি ফাঁস করে ফেললেন গম্ভীরের ডেপুটি

Border Gavaskar Trophy 2024-25: ২২ নভেম্বর শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানে ভারতের বোলিং বিভাগের নেতৃত্বে দেখা যাবে ভারতীয় তারকা জসপ্রীত বুমরাকে।

IND vs AUS: এ কী কাণ্ড! বুমরার বিশেষ প্রস্তুতি ফাঁস করে ফেললেন গম্ভীরের ডেপুটি
এ কী কাণ্ড! বুমরার বিশেষ প্রস্তুতি ফাঁস করে ফেললেন গম্ভীরের ডেপুটিImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Nov 18, 2024 | 4:53 PM

কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শুধু তাই নয়, পারথ টেস্টেও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সির দায়িত্ব তাঁর কাঁধেই পড়তে চলেছে। এই সিরিজে তিনি রোহিত শর্মার ডেপুটি। কিন্তু এখনও অবধি যা পরিস্থিতি, তাতে পারথ টেস্টে খেলবেন না রোহিত। আর তাই ওই ম্যাচে নেতৃত্ব দেবেন বুমরা। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, উসমান খোয়াজাদের বিরুদ্ধে ভারতীয় টিমকে অ্যাডভান্টেজ এনে দেওয়ার জন্য কোনও কসুর ছাড়ছেন না ভারতীয় তারকা বোলার বুমরা। এ বার অজিদের বিরুদ্ধে লড়ার জন্য বুমরার বিশেষ প্রস্তুতি ফাঁস করে ফেলেছেন গম্ভীরের ডেপুটি।

ওয়াকা থেকে গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ার টিমের প্লেয়ারদের প্রস্তুতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়ায় এলাম, তার আগেই গৌতি ভাই, রোহিত-সহ আমরা একটা আলোচনা করেছিলাম। ঠিক করেছিলাম এখানে তিনদিন আমরা নিজেদের মধ্যে খেলব। অভিজ্ঞ ক্রিকেটারদের দেখে যাতে তরুণরা শিখতে পারে তাই এমন পরিকল্পনা করা হয়েছিল।’

এই খবরটিও পড়ুন

টিমের ব্যাটারদের দু’বার করে সুযোগ দেওয় হবে এমনটাই ঠিক করা হয়েছিল। অভিষেক এই প্রসঙ্গে বলেন, ‘আমরা ঠিক করেছিলাম প্রথম দিন যে ব্যাটাররা তাড়াতাড়ি আউট হয়ে যাবে, তাদের দ্বিতীয় দিন আরও এক বার করে সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় সুযোগে অনেকেই ভালো খেলেছে। যা থেকে পরিষ্কার যে দলের ছেলেরা যত বেশি ব্যাট করবে, তত ভালো খেলবে।’

গম্ভীরের ডেপুটির কথা থেকে বোঝা যায়, ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দিনের প্রস্তুতির থেকে দ্বিতীয় দিন ভালো কেটেছে ভারতীয় ক্রিকেটারদের। অভিষেক বলেন, ‘দলের বোলাররা দ্বিতীয় দিন অনেক বোলিং করেছে। ওই দিনটা বোলারদের জন্য রাখা হয়েছিস। বেশিরভাগ বোলার ১৫ ওভার বল করেছে। বুমরা ১৮ ওভার বোলিং করেছে। আর কয়েকজন ১৮ ওভার বল করেছে। এখানকার উইকেটে কেমন বোলিং করা দরকার, সেটা ওরা বুঝতে পেরেছে।’