Gautam Gambhir: বিরাট আকার নিচ্ছে গম্ভীর-পন্টিং তরজা! একধাপ উঠে এ কী মন্তব্য ভনের

IND vs AUS, BGT: শিয়রে কড়া নাড়ছে বর্ডার গাভাসকর ট্রফি। এই সিরিজ নিয়ে যত আলোচনাই হোক না কেন, লাইমলাইট কেড়ে নিয়েছেন দুই দেশের দুই প্রাক্তনী। গৌতম গম্ভীর ও রিকি পন্টিং।

Gautam Gambhir: বিরাট আকার নিচ্ছে গম্ভীর-পন্টিং তরজা! একধাপ উঠে এ কী মন্তব্য ভনের
বিরাট আকার নিচ্ছে গম্ভীর-পন্টিং তরজা! একধাপ উঠে এ কী মন্তব্য ভনেরImage Credit source: PTI and Richard Heathcote/Getty Images
Follow Us:
| Updated on: Nov 18, 2024 | 3:23 PM

কলকাতা: ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে এখন একটা বিষয় নিয়ে বিরাট আলোচনা হচ্ছে। শিয়রে কড়া নাড়ছে বর্ডার গাভাসকর ট্রফি। এই সিরিজ নিয়ে যত আলোচনাই হোক না কেন, লাইমলাইট কেড়ে নিয়েছেন দুই দেশের দুই প্রাক্তনী। গৌতম গম্ভীর ও রিকি পন্টিং। এ বারের বর্ডার গাভাসকর ট্রফি শুরুর আগে তাঁদের বাগযুক্ত ক্রিকেট মহলে হটকেকে পরিণত হয়েছে। ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে আইসিসিকে দেওয়া অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের এক সাক্ষাৎকারকে ঘিরে। যেখানে বিশ্বজয়ী অজি তারকা পন্টিং ভারতের সুপারস্টার বিরাট কোহলির টেস্ট পরিসংখ্যান নিয়ে মন্তব্য করেছিলেন। যা মোটেও ভালোভাবে নেননি। অস্ট্রেলিয়ায় আসার আগেই প্রেস কনফারেন্সে পন্টিংয়ের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন গম্ভীর। পন্টিংকে আক্রমণ করে গম্ভীর বোঝাতে চেয়েছিলেন, ভারতীয় ক্রিকেট নিয়ে নয়, অজি ক্রিকেট নিয়ে তাঁর ভাবা উচিত। সেখানেই বিষয়টা দমে যায়নি। আকার আরও বেড়েছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন এ বার পাল্টা দিয়েছেন গম্ভীরকে।

এক পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের মন্তব্য নিয়ে নিজের মতামত জানিয়েছেন। ভনের মতে এমন কোনও নিয়ম নেই যেখানে এক প্রাক্তন ক্রিকেটার একটি দল নিয়ে আলোচনা ও সমালোচনা করতে পারবে বা। তিনি বলেন, ‘রিকি পন্টিংকে নিয়ে গৌতম গম্ভীর যা বলেছে, তা আমার পছন্দ হয়নি। এমন কোনও নিয়ম কিন্তু নেই, যেখানে একজন প্রাক্তন ক্রিকেটার একটি দল নিয়ে আলোচনা বা সমালোচনা করতে পারবে না।’

গম্ভীরকে খোঁচাও দিয়েছেন ইংল্যান্ডের তারকা ভন। তাঁর কথায়, ‘আমার কোচ হিসেবে গৌতম গম্ভীরকে ভালোই লাগে। ও বেশ মশালাদার। কিন্তু ওকে এটাও মাথায় রাখতে হবে, কোন পজিশনে রয়েছে ও।’ সেখানেই থেমে থাকেননি ভন। পন্টিংয়ের উচিত অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা, গম্ভীরের এই যুক্তির পাল্টা ভন বলেন, ‘প্রতিটা কমেন্ট ধরলে চলে না। কারণ, খুব তাড়াতাড়ি আমরা ওর টিম নিয়ে মন্তব্য করব। ক্রিকেটে এমন নিয়ম নেই যে, কোনও ক্রিকেটার যে টিমের হয়ে খেলবেন, শুধু সেই টিমের জন্যই মন্তব্য করা যাবে। ম্যাথু হেডেন তো ভারতে কোচিং করিয়ে অনেকটা সময় কাটিয়েছে। তা হলে ও তো ভারতকে নিয়ে বলতে পারে। আর আমার তা হলে অস্ট্রেলিয়ায় ধারাভাষ্য দেওয়া বন্ধ করে দিয়ে ইংল্যান্ডে ফেরা উচিত। কিন্তু ক্রিকেটে আসলে এটা হয় না। সকল দেশের ক্রিকেটাররা বিশ্লেষণ করতে পারেন, আলোচনা, সমালোচনাও করতে পারেন।’