Seikh Sahajahan: পার্থ-অনুব্রতর ঘরে ঠাঁই, রাতে নাকি দু’চোখর পাতা এক করতে পারেননি ‘বাঘ’

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 07, 2024 | 9:47 AM

Sandeshkhali: সিবিআই সূত্রে খবর, গতকাল জোকা ইএসআই হাসপাতাল থেকে ফেরার পর রাত্রিবেলাই ঘণ্টা দু'য়েক জেরা করা হয় শাহজাহানকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই রাতে ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

Seikh Sahajahan: পার্থ-অনুব্রতর ঘরে ঠাঁই, রাতে নাকি দুচোখর পাতা এক করতে পারেননি বাঘ
শেখ শাহজাহান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ৫৫ দিন ‘লুকিয়ে’ থাকার পর সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান আপাতত সিবিআই হেফাজতে। রাত্রি ৯টা ২২ মিনিট নাগাদ তাঁকে নিয়ে গোয়েন্দা আধিকারিকরা পৌঁছন নিজাম প্যালেসে। গতকাল সিবিআই হেফাজতে প্রথম রাত কাটান। কী কী ঘটল রাতে? জানুন সব খুঁটিনাটি

সিবিআই সূত্রে খবর, গতকাল জোকা ইএসআই হাসপাতাল থেকে ফেরার পর রাত্রিবেলাই ঘণ্টা দু’য়েক জেরা করা হয় শাহজাহানকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই রাতে ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আরও জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে পার্থ,অনুব্রত রাত কাটিয়েছেন সেই ঘরেই রাখা হয়েছে শাহাজানকে। রাতেও সিআরপিএফ প্রহরা ছিল শাহজানের ঘরের বাইরে। ঘুমানোর সুযোগ দেওয়া হলেও হেফাজতের প্রথম রাতে নাকি ঘুম উড়েছে সন্দেশখালির ‘বাঘের’।

সূত্রের খবর, এরপর সকালে দেওয়া হয়েছে চা-বিস্কুট। যদিও, ব্রেকফাস্টেই তিনি ভাত খেতে আবদার করেছেন বলে খবর। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সকালে দেওয়া হবে রুটি,সবজি। এরপর সকাল ১১টা থেকে শুরু হবে জেরা পর্ব বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। উল্লেখ্য, শাহাজাহানকে নিজেদের হেফাজতে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি সিবিআই-কে। আদালত চত্ত্বরে একাধিক চক্কর কাটার পর শেষমেশ ‘বাঘকে বন্দি’ করেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। তবে তাৎপর্যপূর্ণ বিষয়, পুলিশি হেফাজতে থাকাকালীন শেখ শাহজাহানের যে ‘দাপট’ লক্ষ্য করা গিয়েছিল তার উল্টো ছবি ধরা পড়ল গতকাল।

 

Next Article