Cold Wave: প্রবল ঠান্ডা পুরুলিয়া-শ্রীনিকেতনে, টক্কর পাহাড়কেও, শৈত্যপ্রবাহের সতর্কতা ৮ জেলায়

Winter in Bengal: হাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে। শৈত্য প্রবাহ চলতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। জেলার বেশ কিছু অংশে রয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা। আগামী তিনদিন বাংলায় ভাল ঠান্ডা থাকবে।

Cold Wave: প্রবল ঠান্ডা পুরুলিয়া-শ্রীনিকেতনে, টক্কর পাহাড়কেও, শৈত্যপ্রবাহের সতর্কতা ৮ জেলায়
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 9:57 PM

কলকাতা: ফেব্রুয়ারির শুরু থেকেই যেন আচমকা উধাও হয়ে গিয়েছিল ঠান্ডা। মুখ ভার শীতপ্রেমীদের। কিন্তু, দ্বিতীয় সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অবস্থার বড়সড় পরিবর্তন। শুধু যে তাপমাত্রার পারা নামছেই এমনটা নয়, একেবারে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও তৈরি হয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস বলছে, গত দু’দিনে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বড়সড় পারাপতন দেখতে পাওয়া গিয়েছে। পশ্চিমের সব জেলায় তাপমাত্রা একেবারে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে ঠান্ডার কামড়। শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যের আট জেলায়। 

হাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে। শৈত্যপ্রবাহ চলতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। জেলার বেশ কিছু অংশে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। আগামী তিনদিন বাংলায় ভাল ঠান্ডা থাকবে। তবে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকবে শনিবার পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি থেকে ফের ধীরে ধীরে বদলাবে পরিস্থিতি। ফের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যদিকে এদিন পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার ক্ষেত্রে ১০ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতন ৮.২ ডিগ্রি সেলসিয়াস। মৌসব ভবন বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ১২ তারিখের পর পশ্চিমের জেলাগুলিতে থাকছে হালকা বৃষ্টির পূর্বাভাস। শুধু যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে এমনটা নয়। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও দেখা যাবে শীতের ভাল কামড়। শৈত্যপ্রবাহও চলবে জেলার বেশ কিছু অংশে।