Singer KK Death: কেকে’র অনুষ্ঠানের ভিডিয়ো এসেছিল, সব দেখেছি, বললেন রাজ্যপাল; পাল্টা খোঁচা ফিরহাদের

KK Death: গত মঙ্গলবারের ঘটনা। গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণা কন্নথ। ভক্তদের কাছে  যিনি শুধুই কেকে।

Singer KK Death: কেকে'র অনুষ্ঠানের ভিডিয়ো এসেছিল, সব দেখেছি, বললেন রাজ্যপাল; পাল্টা খোঁচা ফিরহাদের
কেকে'র মৃত্যু নিয়ে তরজা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 5:09 PM

কলকাতা: সঙ্গীতশিল্পী কেকের মৃত্যুর পর পাঁচদিন কেটে গিয়েছে। কিন্তু বিতর্ক যেন কিছুতেই থামছে না। রাজনৈতিক দলগুলির আকচাআকচি যেমন চলছে। এবার এ নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। শনিবার শিলিগুড়িতে দাঁড়িয়ে জগদীপ ধনখড় দাবি করেন চরম অব্যবস্থা ছিল সেদিনের নজরুল মঞ্চে। যদিও এরই পাল্টা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, রাজ্যপাল যদি জানতেন কেকে অসুস্থ হয়ে পড়তে পারেন, তা হলে তা কেন প্রশাসনকে জানালেন না। এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “কেকে’র মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক। একাধিক ভিডিয়ো আমি পেয়েছি। অনেকেই আমাকে সেগুলি পাঠিয়েছেন। আমি দেখেছি সেগুলো। এত সংখ্যক মানুষ সেখানে ছিল, প্রশাসন তা নিয়ন্ত্রণই করতে পারেনি। সম্পূর্ণ ব্যর্থ তারা। এটা মানা যায় না। যারা এর দায়িত্বে তারা এর দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।”

এরই পাল্টা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপালকে জিজ্ঞাসা করুন উনি কার লোক? শুভেন্দু অধিকারী সরে গিয়ে সেখানে রাজ্যপালের বসা উচিৎ। এটা একটা দুর্ঘটনা। স্টেজে এমন কোনও ইঙ্গিত নেই ওনার শরীর খারাপ লাগছে। উনি এরপর হোটেলে গিয়েছেন। লিফটে গিয়ে ওনার শরীর খারাপ হয়েছে। একটা মানুষ যদি নাচে গায় কী করে বোঝা যাবে যে তাঁর শরীর খারাপ হচ্ছে। রাজ্যপাল যদি আগে থেকে বুঝতে পারতেন ফোন করে বললেন না কেন?”

অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কেকে’র মৃত্যু নিয়ে রাজ্যপাল যা বলছেন তা সীমাহীন বাড়াবাড়ি। এটা একটা অনভিপ্রেত ঘটনা। কেকে অসুস্থ ছিলেন। তাঁর ম্যানেজারের কাছে তা জানাননি। কেউ কোনও অভিযোগ করেননি উদ্যোক্তাদের কাছে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এটা নিয়ে রাজ্যপাল কুরুচিকর রাজনীতি করছেন। এটা রাজভবনেরও লজ্জা।”

গত মঙ্গলবারের ঘটনা। গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণা কন্নথ। ভক্তদের কাছে  যিনি শুধুই কেকে। নজরুল মঞ্চে ছিল সেই অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে শহরের অভিজাত পাঁচ তারা হোটেল, সেখান থেকে সিএমআরআই। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।