Vice President Election 2022: ‘দলীয়’ নির্দেশ সত্বেও ভোট দান, ধনখড় নাকি আলভা, কাকে ভোট দিলেন শিশির ও দিব্যেন্দু?

'দলীয়' নির্দেশকে উপেক্ষা করেই ভোট দেন শিশির ও দিব্যেন্দু। এই ভোটদান কি তাহলে দলের প্রতি বিদ্রোহ ঘোষণারই নামান্তর?

Vice President Election 2022: 'দলীয়' নির্দেশ সত্বেও ভোট দান, ধনখড় নাকি আলভা, কাকে ভোট দিলেন শিশির ও দিব্যেন্দু?
| Edited By: | Updated on: Aug 06, 2022 | 8:06 PM

কলকাতা: আজ শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচন। আগেই তৃণমূলের তরফ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার কথা ঘোষণা করা হয়। শুক্রবার ভোটদান থেকে বিরত থাকার জন্যে দলের তরফে চিঠি পাঠানো হয় বাংলার দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকেও। কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করেই ভোট দেন তাঁরা। তাঁদের ভোটদান কি তাহলে দলের প্রতি বিদ্রোহ ঘোষণারই নামান্তর? জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী জগদীপ ধনখড়। তাঁকে সমর্থন করেছে জেডিইউ, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, এআইএডিএমকে, শিবসেনা সহ বিভিন্ন দল। অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা। তাঁকে সমর্থন করছে কংগ্রেস, টিআরএস, আমআদমি পার্টি, ঝাড়খণ্ড-মুক্তি-মোর্চা সহ বিভিন্ন দল। আজ সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হয়েছে ভোটগ্রহণ। সন্ধ্যের মধ্যেই জানানো হবে দেশের উপরাষ্ট্রপতির নাম।

মনে করা হচ্ছে, এই যুদ্ধে এগিয়ে আছেন জগদীপ ধনখড়। বাংলার প্রাক্তন রাজ্যপাল পেতে পারেন ৫১৫-এর বেশী ভোট।

Follow Us: