North Dumdum: বাড়ির ভিতরে ভর্তি জল, ঘুমের ঘোরে খাট থেকে তাতেই পড়ে দমদমে মৃত্যু ৬ মাসের শিশুর
North Dumdum: শুধু রাস্তাঘাট নয়, ঘরের ভিতরেও ছিল জমা জল। আর সেই জমা জলে পড়ে মর্মান্তিক মৃত্যু ছ'মাসের এক শিশুকন্যার। খাট থেকে ঘুমের ঘোরে জলে পড়ে গিয়ে মৃত্যু শিশুটির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের ১৩ নম্বর ওয়ার্ডে।

উত্তর দমদম: বিগত বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আর তার জেরে রাস্তাঘাট জলে ডুবে ছিল। শুধু রাস্তাঘাট নয়, ঘরের ভিতরেও ছিল জমা জল। আর সেই জমা জলে পড়ে মর্মান্তিক মৃত্যু ছ’মাসের এক শিশুকন্যার। খাট থেকে ঘুমের ঘোরে জলে পড়ে গিয়ে মৃত্যু শিশুটির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের ১৩ নম্বর ওয়ার্ডে।
পরিবার সূত্রে খবর, মৃত শিশুর নাম ঋষিকা ঘোড়ুই। তার বয়স ছ’মাস। বাবা পাপন ঘোড়ুই। তিনি পেশায় সিভিক ভলান্টিয়র। মায়ের নাম পুজা ঘোড়ুই। অভিযোগ, লাগাতার বৃষ্টির জেরে এলাকায় জমেছিল ছিল জল। সেই জল ঢুকেছিল বাড়ির ভিতরেও। এলাকাবাসীর দাবি নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি হলে জল বেরতে চায় না এলাকা থেকে।
এ দিন ছোট্ট ঋষিকা অঘোরে ঘুমোচ্ছিল খাটে। তার মা খানিকক্ষণের জন্য বাড়ির বাইরে যায়। আর তখনই ঘুমের ঘোরে জলে পড়ে যায় শিশুটি। জমা জলে পড়ে মৃত্যু হয় তাঁর। উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাস বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শুনেই আমি চলে এসেছি। আসলে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল। তাতেই জল জমেছে। বাচ্চাটা শুয়ে ছিল , ঘরের মধ্যেই খাটের নিচে পড়ে যায়। এখান থেকে পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখান থেকে আবার শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” তবে নিকাশির বেহাল দশা সম্বন্ধে মানতে চাননি এলাকার কাউন্সিলর। তিনি বলেন, “যেভাবে বৃষ্টি চলল তাতে যে কোনও জায়গায় সমুদ্র হয়ে যাবে। প্রকৃতিকে ঠেকানোর ক্ষমতা আমাদের কারও নেই। ২ ঘণ্টা আগে যে জল জমে আছে, সেটা তো যাওয়ার সময় দিতে হবে? ওর ঘর রাস্তা থেকেও নিচু। জল জমলেই আমি এলাকা পরিদর্শন করি।” 
