bypolls: শীতকালীন অধিবেশনেই ৬ বিধায়কের শপথের উদ্যোগ, থাকবে না বিজেপি

Pradipto Kanti Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Nov 25, 2024 | 3:44 PM

Bypolls: ফল ঘোষণার পরই নবনির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে উদ্যোগী হয় বিধানসভার সচিবালয়। রাজ্যপালকে চিঠি লিখেছেন স্পিকার। বিধানসভায় বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর আমন্ত্রণ জানিয়েছেন।

bypolls: শীতকালীন অধিবেশনেই ৬ বিধায়কের শপথের উদ্যোগ, থাকবে না বিজেপি
ফাইল ফোটো
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ২ দিন আগেই রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের ফল বেরিয়েছে। সব আসনই জিতেছে তৃণমূল। এবার নবনির্বাচিত বিধায়কদের দ্রুত শপথ গ্রহণের জন্য তৎপর হয়েছে বিধানসভার সচিবালয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার শীতকালীন অধিবেশনেই ৬ বিধায়ক শপথ গ্রহণ করবেন বলে বিধানসভা সূত্রে খবর। এদিকে, নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাত চাইছে না রাজ্য সরকার। এর আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাত বেঁধেছিল। দুই বিধায়ককে শপথ গ্রহণের জন্য রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, রাজভবনে যেতে চাননি সায়ন্তিকা ও রেয়াত হোসেন। তা নিয়ে একপ্রস্থ চিঠি চালাচালি হয়েছিল।

সেইরকম পরিস্থিতি এবার যাতে না হয়, তার জন্য ফল ঘোষণার পরই উদ্যোগী হয় বিধানসভার সচিবালয়। রাজ্যপালকে চিঠি লিখেছেন স্পিকার। বিধানসভায় বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর আমন্ত্রণ জানিয়েছেন। রাজভবনের তরফে এখনও কোনও জবাব আসেনি বলে জানা গিয়েছে। বিধানসভা সূত্রে খবর, শীতকালীন অধিবেশনের মধ্যে চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৬ বিধায়ক শপথ নিতে পারেন।

নবনির্বাচিত বিধায়কদের শপথ অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপি পরিষদীয় দলের বক্তব্য, কয়েকটি জায়গায় ভোট সন্ত্রাস হওয়ার কারণে মানুষ নির্বাচনে অংশ নিতে পারেননি। তাই, শপথে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সন্ত্রাস করে ওরা জিতেছে। আমরা থাকব না।”

এদিকে, মুখ্যমন্ত্রীর দফতরের প্রশ্নোত্তর পর্বের দিন বদল হল বিধানসভায়। এই অধিবেশন থেকে সোমবারের বদলে তা বৃহস্পতিবার করা হয়েছে।

 

Next Article