কলকাতা : দুর্নীতি ইস্যুতে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন বিভিন্ন নেতার ক্ষেত্রে ভিন্ন অবস্থান ঘাসফুল শিবিরের। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে নোট উদ্ধার হওয়ার পর কোনও বিলম্ব না করেই ব্যবস্থা নিয়েছিল তৃণমূল। দলীয় পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মানিক ভট্টাচার্য বা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কেন এমন ভিন্ন অবস্থান? সেটাই এবার বোঝালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলকে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছিল। উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা, প্রকাশ্যে এসেছিল সেই ছবি। তাই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুবার ভাবেনি দল। কিন্তু পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা। মানিকের বিরুদ্ধে তদন্তে টাকা উদ্ধারের কথা বলা হলেও, তার কোনও প্রমাণ মেলেনি। সব অভিযোগই প্রমাণ সাপেক্ষ, তাই মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি বর্ষীয়ান এই নেতার।
সোমবারই নিম্ন আদালতে দুর্নীতি মামলায় ধৃত মানিকের বিরুদ্ধে বিস্ফোরক সব তথ্য পেশ করেছে ইডি। ১০ কোটি টাকার হদিশ মিলেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘কোর্টের মধ্যে কী হচ্ছে, তা নিয়ে কী বলব। তদন্তকারী সংস্থা কোর্টের বিচারাধীন বিষয় সংবাদমাধ্যমে ছড়াচ্ছে। আগে অভিযোগ প্রমাণ হোক।’ সৌগতর মতে, পার্থর ক্ষেত্রে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল। শুধু মানিক নয়, অনুব্রতরও ক্ষেত্রেও তেমনটা ঘটেনি বলে উল্লেখ করেছেন তিনি। তাই দল এখনও ব্যবস্থা নেয়নি বলেই তাঁর দাবি। উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরও অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি।
পার্থর ব্যাপারে দলের অনেক নেতাকেই সুর চড়াতে দেখা গিয়েছে আগে। তবে অনুব্রতর ক্ষেত্রে যে সুর নরম, তা বুঝিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় অনুব্রতর পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে মমতাকে।
সৌগত রায়ের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেন, বোঝাই যাচ্ছে, যিনি কাটমানির ভাগ দিয়েছেন তিনি ভাল। বিজেপি নেতার মতে, পার্থ কাটমানি নিয়েছেন, কিন্তু ভাগ দেননি তাই তিনি দলের জন্য বিড়ম্বনা আর মানিক টাকা নিয়েছেন, ভাগও দিয়েছেন, তাই তিনি ‘গুড বয়’।