Tapas Roy: ‘এখনই অন্য দলে যাবেন না…’, তাপস রায়কে ফোন পিকের

Tapas Roy: প্রশান্ত কিশোর বা পিকের সংস্থার সঙ্গে এখনও চুক্তি রয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে নির্বাচনের আগে তারা তাদের সক্রিয়তা দেখাচ্ছে। এরইমধ্যে খবর, সোমবার প্রশান্ত কিশোর ফোন করেন তাপস রায়কে। তিনি অনুরোধ করেন, এখনই যেন তাপস রায় কোনও রাজনৈতিক দলে যোগ না দেন। তিনি যেন কিছুদিন বিশ্রাম করেন।

Tapas Roy: 'এখনই অন্য দলে যাবেন না...', তাপস রায়কে ফোন পিকের
তাপস রায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 7:56 PM

কলকাতা: তৃণমূল ছাড়ার পাশাপাশি সোমবার সকালেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। সূত্রের খবর, এরপরই ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোন তাপসকে। তাপস রায়কে পিকের পরামর্শ, বিশ্রাম নেওয়ার। সূত্রের দাবি, পিকে তাপস রায়কে বলেন, এখন কিছুদিন বিশ্রাম নিন। অন্য কোনও দলে এখনই যোগ দেবেন না।

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর বা পিকের সংস্থার সঙ্গে এখনও চুক্তি রয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে নির্বাচনের আগে তারা তাদের সক্রিয়তা দেখাচ্ছে। যদিও ইতিমধ্যেই পিকে দাবি করেছেন, তিনি এখন আর ভোট কুশলী নন। আইপ্যাকের সঙ্গেও তাঁর বর্তমানে তাঁর কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন একাধিকবার। বরং জন সুরজ পদযাত্রার মতো কর্মসূচি নিয়ে বিহারে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে তাঁকে। এরইমধ্যে খবর, সোমবার পিকে ফোন করেন তাপস রায়কে। তিনি অনুরোধ করেন, এখনই যেন তাপস রায় কোনও রাজনৈতিক দলে যোগ না দেন। তিনি যেন কিছুদিন বিশ্রাম করেন।

এদিন সকাল থেকেই তাপস রায়ের বৌবাজারের বাড়িতে সংবাদমাধ্যমের ভিড় ছিল। সূত্রের খবর, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ফাঁকেই বারবার প্রশান্ত কিশোরের ফোন আসে তাপস রায়ের কাছে। সে সময় তিনি তা রিসিভ না করলেও রিং ব্যাক করেন বেশ কিছুক্ষণ পর। তখনই পিকের সঙ্গে কথা হয় তাঁর। তবে এই ফোনে বিশেষ কিছু পরিবর্তন হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। বরং সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যে নতুন কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারেন তাপস রায়।