Mamata Banerjee: বিধানসভায় ন্যায় সংহিতার আলোচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী, খবর সূত্রের

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jul 29, 2024 | 8:28 PM

Mamata Banerjee: সোমবার বিধানসভার অধিবেশনে ইন্দো-ভুটান যৌথ রিভার কমিশনের আলোচনায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় সংহিতার কথা তোলেন। তিনি বলেন, কারও সঙ্গে আলোচনা না করেই পাশ হয়েছে তা। সাংসদদের সাসপেন্ড করে বিল পাশ করানো হয়েছে।

Mamata Banerjee: বিধানসভায় ন্যায় সংহিতার আলোচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী, খবর সূত্রের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: গত ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’। পশ্চিমবঙ্গ বিধানসভার চলতি অধিবেশনে এ নিয়ে আলোচনা হওয়ার কথা। সূত্রের খবর, সেই আলোচনাপর্বে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নিয়ে শাসকদলের প্রস্তাবের উপর বিধানসভায় দু’দিনের আলোচনা হওয়ার কথা। শাসকদল এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব আনলেও সূত্রের খবর তাতে থাকবেন না মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিধানসভার অধিবেশনে ইন্দো-ভুটান যৌথ রিভার কমিশনের আলোচনায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় সংহিতার কথা তোলেন। তিনি বলেন, কারও সঙ্গে আলোচনা না করেই পাশ হয়েছে তা। সাংসদদের সাসপেন্ড করে বিল পাশ করানো হয়েছে। পুলিশই বুঝতে পারছে না কীভাবে এফআইআর করতে হবে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে রাজ্য সরকার একটি কমিটিও তৈরি করেছে। এই তিন আইনের কোথায় কী সংশোধনী আনতে হবে তা দেখবে এই কমিটি।

প্রসঙ্গত, কিছুদিন আগে মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির বিয়েতে মুম্বই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উদ্ধব ঠাকরে ও আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা বুঝতেই পারছি না কোন কেসে কীভাবে এফআইআর হবে।’ এদিনও বিধানসভায় একই কথা বলেন তিনি। তবে অধিবেশন কক্ষে মমতা এ নিয়ে সুর চড়ালেও ঘনিষ্ঠমহলের খবর, এ নিয়ে বিধানসভার আলোচনায় তিনি থাকছেন না।

Next Article