Recruitment Scam: সুজয়কৃষ্ণের মামলায় ইডির চার্জশিটে ‘সাহেব’ অভিষেকের নাম: সূত্র

সুজয় পাল | Edited By: Soumya Saha

Jul 28, 2023 | 6:50 PM

Sujay Krishna Bhadra: সূত্রের দাবি, চার্জশিটে উল্লেখ করা হয়েছে সুজয় ভদ্র যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্র মারফত আরও দাবি করা হচ্ছে, এককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ফিনান্সিয়াল ম্যাটার' সুজয়কৃষ্ণ ভদ্র দেখভাল করতেন, সেই কথাও উল্লেখ রয়েছে চার্জশিটে।

Recruitment Scam: সুজয়কৃষ্ণের মামলায় ইডির চার্জশিটে সাহেব অভিষেকের নাম: সূত্র
সুজয়কৃষ্ণের মামলায় চার্জশিটে অভিষেকের নাম
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্রের মামলায় ইডির তরফে চার্জশিট পেশ করা হয়েছে। সেই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রের মামলার চার্জশিটের ৭৫ নম্বর পাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে। সূত্রের দাবি, চার্জশিটে উল্লেখ করা হয়েছে সুজয় ভদ্র যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্র মারফত আরও দাবি করা হচ্ছে, এককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ফিনান্সিয়াল ম্যাটার’ সুজয়কৃষ্ণ ভদ্র দেখভাল করতেন, সেই কথাও উল্লেখ রয়েছে চার্জশিটে। এর পাশাপাশি ইডির দাবি, মানিক ভট্টাচার্যেরও বেশ ঘনিষ্ঠ ছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, চার্জশিটে বলা হয়েছে অভিষেকের বার্তা মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিতেন সুজয় ভদ্র।

যদিও এই চার্জশিটে অভিযুক্ত বা সাক্ষী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম উল্লেখ করা হয়নি। কেবল সুজয়কৃষ্ণ ভদ্র যে অভিষেকের যোগাযোগ ছিল বা সম্পর্ক ছিল, সেটা বোঝানোর জন্যই উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মানিকের যে প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে চার্জশিটে, সেখানেও কী বার্তা সুজয় পৌঁছে দিতেন তাও সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে মামলায় দেওয়া এই প্রথম চার্জশিটে স্পষ্ট করে উল্লেখ করা নেই বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর পরিচিতির কথা অতীতে নিজেই জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। বলেছিলেন, ‘আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ওনার অফিসে চাকরি করি। আমার সাহেবকে ছোঁয়ার ক্ষমতা কারও নেই।’ তখনও অবশ্য সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হননি। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে মামলায় চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Next Article