Sovan Chatterjee: ‘পুজোর আগে যে অভিষেককে আমি দেখেছিলাম…’, পদপ্রাপ্তির পর সোজাসাপটা শোভন
Sovan Chatterjee On Abhishek Banerjee: প্রসঙ্গত, পুজোর আগেই দেখা করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। অভিষেক দেখাও করেছিলেন তাঁর সঙ্গে। অভিষেকের সঙ্গে শোভন-বৈশাখী যে দিন বৈঠক করেন, তার ৪৮ ঘণ্টা আগে রেকর্ড বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে পড়েছিল। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনুপ্রাণিত শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বীকৃতি, NKDA-এর চেয়ারম্যান পদপ্রাপ্তির পর TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বললেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি দু’দিন আগেও দীর্ঘক্ষণ কথা বলেছি। সেখানে এসব প্রসঙ্গ আসেনি।” তারপরই অভিষেকের সঙ্গে তাঁর সাক্ষাৎ প্রসঙ্গ নিজেই উত্থাপন করেন। শোভন বলেন, “অভিষেকের সঙ্গে পুজোর আগে যখন ২৫ তারিখ বসেছিলাম, যে দৃষ্টিভঙ্গি আমি অভিষেকের দেখেছিলাম, যে পরিণত অভিষেককে আমি দেখেছিলাম, এটা শেখার জিনিস। আমি বয়সে বড় মানে, আমি সবটাই জানি, তা নয়। একজন যুবক যে চিন্তাধারা, যে বাস্তবিক দৃষ্টি, জ্ঞানবোধ নিয়ে চলে, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে।”
প্রসঙ্গত, পুজোর আগেই দেখা করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। অভিষেক দেখাও করেছিলেন তাঁর সঙ্গে। অভিষেকের সঙ্গে শোভন-বৈশাখী যে দিন বৈঠক করেন, তার ৪৮ ঘণ্টা আগে রেকর্ড বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে পড়েছিল। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের। সেক্ষেত্রে কলকাতায় জমা জল নিয়ে মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তার মাঝেই শোভন-অভিষেক বৈঠক! রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করেছিলেন, এই বৈঠক ইঙ্গিতবাহী। তাতে চাপ বাড়তে পারে মেয়রের ওপরেই।
তার আগে অবশ্য ২০২৩ সালের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল শোভনকে। তখন গুঞ্জন রটে। আবার ২০২৪ সালের একুশের মঞ্চেও দেখা মেলে। এমনকি ভাইফোঁটার অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তিনি। তখনও শোভনের কামব্যাক প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল। এবার দার্জিলিঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের বৈঠকের পর তাঁর পদপ্রাপ্তি আবারও প্রশ্ন তুলছে, প্রশাসনিক পদের পর কি এবার সক্রিয় রাজনীতিতেও আসছেন? প্রশ্নটা সরাসরি করা হয়েছিল তাঁকে। শোভনের স্পষ্ট জবাব, “হাতে ফ্ল্যাগ নেই, কোনও রাজনৈতিক কর্মসূচিতেও সেভাবে দেখেননি। তাই রাজনীতিতে সক্রিয়, নিষ্ক্রিয় প্রসঙ্গ আসছে। কিন্তু আমি জানি, রাজনীতিতে আমি কতটা সক্রিয় ছিলাম। বিজেপি যাওয়া আমার সব থেকে বড় ব্লান্ডার।”
