কলকাতা: রাত পোহালেই ভবানীপুরের হাই ভোল্টেজ নির্বাচন। জিততে না পারলে মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হবে। অথচ, সে সব দিকে থোড়াই কেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের। জয়ের ব্যাপারে যেন একটু বেশিই আত্মবিশ্বাসী তিনি। আর সেই কারণেই ভোটে গরম পরিবেশের মধ্যেই চলে গেলেন ইন্দ্রনীল সেনের বাড়িতে। সূত্রের খবর, ইন্দ্রনীলের বাড়িতে এক গানের আসরে অতিথি হয়ে গিয়েছিলেন মমতা।
আজ সন্ধ্যায় প্রায় এক ঘণ্টার উপর সঙ্গীত শিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ঘরোয়া পরিবেশেই সেখানে গানের আসর বসেছিল । কিন্তু ভোটের আগের রাতে মমতা হঠাৎ ইন্দ্রনীলের বাড়িতে কেন? মনে করা হচ্ছে, পুজোর গান লেখা বা সুর বাঁধার জন্যই বসেছিল এই আসর।
সঙ্গীতশিল্পী নচিকেতাও ছিলেন সেখানে। কিন্তু কেন গিয়েছিলেন তিনি? কতক্ষণ ছিলেন ইন্দ্রনীলের বাড়িতে? জানতে চাওয়া হলে নচিকেতা বলেন, “মুখ্য মন্ত্রী গিয়েছিলেন। তবে এত কিছু বলব না।”
তবে সাম্প্রতিক ইতিহাস বলছে, বিগত বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোয় গানের অ্যালবাম প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানের লাইন তিনি নিজেই লেখেন। সুরও দেন নিজে। আর বিগত কয়েক বছরে এই গোটা বিষয়টির ব্যবস্থাপনার দায়িত্বে থেকেছেন সঙ্গীতশিল্পী তথা মমতার খুব কাছের ইন্দ্রনীল সেন। এবারও কি তবে পুজোয় কোনও গানের অ্যালবাম বের করছেন মমতা? আর সেই কারণেই কি আজ ইন্দ্রনীলের বাড়িতে গিয়েছিলেন তিনি? নচিকেতার উপস্থিতিও কী সেই কারণেই? আজ সন্ধ্যায় ইন্দ্রনীলের বাড়িতে একসঙ্গে তিনজনের উপস্থিতি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
কিন্তু ইন্দ্রনীল সেন বা নচিকেতা দু’জনেই গোটা বিষয়টি নিয়ে মুখে একেবারে কুলুপ এঁটেছেন। পুরো ব্যাপারটা নিয়েই যেন বড্ড রাখ-ঢাক দুই শিল্পীর মধ্যেই।
এর আগে মমতা পুজোয় মাটি নামে একটি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন। সেখানে গানের লাইন থেকে সুর, সবই মমতা নিজেই দিয়েছিলেন। অ্যালবামে ছিল সাতটি গান। বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা কণ্ঠ দিয়েছিলেন সেই সব গানে। এর আগে মমতার দুর্গাপুজোর গানের অ্যালবামে গলা দিতে দেখা গিয়েছে মনোময়, রূপঙ্কর, লোপামুদ্রা, জোজো, শান্তনু সহ একাধিক খ্যাতনামা সঙ্গীতশিল্পীকে। মমতার মন্ত্রিসভার মন্ত্রী ইন্দ্রনীল সেনও আগে গলা দিয়েছেন মমতার পুজোর অ্যালবামে।
পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। অতীতের তথ্য বলছে, সাধারণত সুযোগ-সুবিধা থাকলে মহালয়ার দিনেই মুখ্যমন্ত্রী তাঁর গানের অ্যালবাম প্রকাশ করতে পছন্দ করেন। সেই হিসেবে দেখতে গেলে আগামী বুধবারই মহালয়া। আর তার আগেই আজ তিনজনের একসঙ্গে আসর। তাহলে কি সেই পুজোর গানের রেওয়াজ করতেই ইন্দ্রনীলের বাড়িতে আসা? আর যদি তাই হয়, তাহলে বলতেই হচ্ছে ভোটের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন মমতা।