Satarup-Srijan: ‘কুকুর বিড়াল মারবেন না, চাকরি চোরদের…’, তৃণমূলের অস্ত্রে ‘ধার’ দিল CPM
CPIM: আজ সুপ্রিম কোর্টের রায় ২৬ হাজারের চাকরি চলে যাওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই শোনার পরই কান্নায় ভেঙে পড়েছেন সকলে। কী ভাবে চলবে জীবন তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তাঁরা।

আজ সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজারের চাকরি চলে গিয়েছে। এই নির্দেশ শোনার পরই কান্নায় ভেঙে পড়েছেন সকলে। কী ভাবে চলবে জীবন তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তাঁরা। এরপরই শুরু হয়েছে রাজনীতি। দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি-বাম সকলে। যদিও, পাল্টা তৃণমূল দুষেছে সিপিএম-কে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে নোবেল দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ করতে ছাড়েননি, এক সময়ের বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
এই আবহেই পোস্ট করেছেন শতরূপ-সৃজন ভট্টাচার্যরা। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেলগ কলেজে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল, ঠিক একই ভাবে পোস্ট করেছেন সিপিএম নেতৃত্ব। যাঁদের দুর্নীতির জন্য চাকরি চলে গিয়েছে, তাঁদের কাউকে না ছাড়ার নিদান দিয়েছেন তাঁরা।

