Teacher Recruitment: পুজোর মাসেই শিক্ষক নিয়োগের পরীক্ষা! সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল SSC
Teacher Recruitment: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি বলছে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। প্রথমে ঠিক হয়েছিল ১৪ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন।

২৬ হাজার চাকরি বাতিলের মামলা হাইকোর্ট থেকে পৌঁছে গিয়েছিল সুপ্রিম কোর্টেও। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকে। বাতিল হয়ে যায় ২০১৬ সালের পুরো প্যানেল। তা নিয়ে রাজনৈতিক মহলে এখনও জলঘোলা চলছে। এরইমধ্যে এবার সামনে এসে গেল দিনক্ষণ।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি বলছে, গত ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। প্রথমে ঠিক হয়েছিল ১৪ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন। পরবর্তীতে তা বাড়িয়ে একুশে জুলাই পর্যন্ত করা হয়। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে আবেদন জমা পড়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ। অন্যদিকে আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনওভাবেই চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষা বসতে পারবে না।
