SSC Scam: এক তাপসে রক্ষে নেই, নিয়োগ দুর্নীতিতে দোসর হল আর এক তাপস, বিস্ফোরক তথ্য ED-র হাতে
SSC Scam: সূত্রের খবর, এই তাপস মণ্ডলেরই প্রথমে কর্মী ছিলেন তাপস মিশ্র। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মহিষবাথানের অফিসে কর্মরত ছিলেন তিনি।

কলকাতা: কথায় আছে ‘এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর’। দুর্নীতির তদন্তেও, এক তাপসে রক্ষে নেই আর এক তাপস দোসর। চাকরি চুরির ‘মিসিং লিঙ্ক’ হিসাবে উঠে এসেছে অন্য এক তাপস মিশ্রের নাম। কুন্তলের কাছ থেকে টাকা কে-কোথায় পৌঁছে দিত তাই খুঁজছে ইডি সিবিআই। সেখানেই নাম উঠে আসছে কাঁথির তাপস মিশ্রের।
কে তাপস মিশ্র?
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তাপস মণ্ডলের নাম জড়িয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। সূত্রের খবর, এই তাপস মণ্ডলেরই প্রথমে কর্মী ছিলেন তাপস মিশ্র। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। মহিষবাথানের অফিসে কর্মরত ছিলেন তিনি। পরবর্তীকালে জানা যায়, এই তাপস মিশ্রকে অভিযুক্ত তাপস মণ্ডল প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের কাছে পাঠিয়ে দেন। অর্থাৎ এই তাপস মিশ্র কুন্তলের কাছে থাকবেন, টাকা পয়সা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেবেন এই দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।
জানা যাচ্ছে, কুন্তল এবং তাপস মণ্ডল উভই এই তাপস মিশ্র মারফৎ টাকা পাঠাতেন বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে চাকরি চুরির অপর মিসিং লিঙ্ক হচ্ছেন মিশ্র।
কোথায় রয়েছেন তাপস মিশ্র? সূত্রের খবর, আপাতত বেপাত্তা রয়েছেন তিনি। ইডি-সিবিআই হন্যে হয়ে খুঁজছে তাঁকে।
এরই মধ্যে বিস্ফোরক নথি এসেছে টিভি৯ বাংলার হাতে। সূত্রের খবর, তাপস মণ্ডল ও তাপস মিশ্রের একটি জয়েন্ট কোম্পানি ছিল। যার নাম ‘মা দূর্গা ইলেকট্রনিক্স’। এই কোম্পানির মারফত প্রচুর টাকা নয়ছয় হয়েছে। এখন প্রশ্ন এই টাকা কি চাকরি চুরির টাকা? তাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
কীভাবে কাজ করত ‘মা দূর্গা ইলেকট্রনিক্স’? কোম্পানির অডিট রিপোর্ট বলছে কোটি টাকার লেনদেন হয়েছে এই কোম্পানি থেকে। যা দেখানো হয়েছে তার থেকেও বেশি লেনদেন নগদে হয়েছে বলে অভিযোগ।
