কলকাতা: আদালতে আইনের বেড়ি টপকে ফের একবার গতি পেয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। নতুন করে নামের সঙ্গে নম্বর দিয়ে তালিকা প্রকাশ করেছে এসএসসি। সন্তুষ্ট আদালতও নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত দেয়। যার পর থেকে অধীর আগ্রহে এখন কেবল ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরা। এই নিয়ে আজ বেশ কিছু সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়, আগামী চার-পাঁচদিনের মধ্যেই ইন্টারভিউ শুরুর বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। কিন্তু এসএসসি সূত্র মারফৎ সোমবার TV9 বাংলার প্রতিনিধির কাছে যে তথ্য উঠে এসেছে তাতে একটা বিষয় স্পষ্ট, চলতি সপ্তাহে ইন্টারভিউ শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার কোনও সম্ভবনাই নেই।
কেন? এর উত্তরও লুকিয়ে সেই আদালতে। ঘটনা হচ্ছে, সোমবার উচ্চ প্রাথমিকে নিয়োগের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন জনাকয়েক চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, এখনও স্বচ্ছ তলিকা প্রকাশ করা হয়নি। আজ সোমবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার আবেদন জানানো হয়েছে। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সংসদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঠিক এই কারণেই আপতত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা নিয়ে চটজলদি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না কর্তৃপক্ষ। যদিও ইতিপূর্বে ইঙ্গিত ছিল যে এই সপ্তাহেই ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। কিন্তু বর্তমান অবস্থায় ‘ধীরে চলো’ নীতিকে আপন করেই এক একটি পদক্ষেপ করা হচ্ছে। নিয়োগ নিয়ে প্রার্থীদের যে যে অভিযোগ আসছে, সেগুলি আপাতত খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নতুন করে দায়ের হওয়া মামলা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও নজর রয়েছে এসএসসি-র। সামগ্রিক পরিস্থিতির কারণেই এই মুহূর্তে ইন্টারভিউ শুরুর কোনও সম্ভাবনা ওয়াকিবহাল মহল দেখছে না।
পাশাপাশি এটাও ভুলে গেলে চলবে না, রাজ্যে করোনা পরিস্থিতির কারণে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন ও মেট্রো চলাচল শুরু হয়নি। বাস চললেও তার সংখ্যা হাতে গোনা। ইন্টারভিউ প্রক্রিয়াও আবার হচ্ছে অফলাইনে। এহেন পরিস্থিতিতে ইন্টারভিউ শুরুর কথা ভাবতে নারাজ এসএসসি। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে ১৫ জুলাইয়ের পর থেকে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু হবে, তা সত্ত্বেও রাতারাতি যাতায়াত ব্যবস্থা আমূল বদলে গিয়ে আগের অবস্থা ফিরে আসার সিকিভাগ সম্ভাবনাও নেই। যে কারণে চলতি সপ্তাহে অন্তত ইন্টারভিউ শুরু হওয়ার কোনও আশা দেখছে না রাজ্যের শিক্ষা মহল। আরও পড়ুন: আবারও আইনি জট! উচ্চ প্রাথমিকে নিয়োগে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা