মৃত্যু থামছে না দার্জিলিঙে, বাংলার বাকি সর্বত্র প্রায় নিয়ন্ত্রণে সংক্রমণ, ১১ প্রাণ কাড়ল করোনা

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 12, 2021 | 11:37 PM

West Bengal Covid 19 Update: উত্তর ২৪ পরগনায় বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনও মৃত্যুই ঘটেনি। কিন্তু দার্জিলিং জেলায় মৃত্যুমিছিল এখনও অব্যাহত

মৃত্যু থামছে না দার্জিলিঙে, বাংলার বাকি সর্বত্র প্রায় নিয়ন্ত্রণে সংক্রমণ, ১১ প্রাণ কাড়ল করোনা
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতিতে বড় কোনও বদল এল না সোমবারেও। তবে মৃত্যুর হার কমে এসেছে অনেকটাই। যা স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হওয়া জেলা উত্তর ২৪ পরগনায় বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনও মৃত্যুই ঘটেনি। কিন্তু দার্জিলিং জেলায় মৃত্যুমিছিল এখনও অব্যাহত। কলকাতা-সহ রাজ্যের সকল জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে। তবে এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনাই।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত কোভিড বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৪ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যের ১৬টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি বলে সরকারি বুলেটিনে প্রকাশ পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষা রয়েছে। পজিটিভিটির হার এসে নেমেছে ১.৯৫ শতাংশে। সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে হয়েছে ১৪ হাজার ৫৩০। সুস্থতার হার বেড়ে ৯৭.৮৫ শতাংশ হয়েছে।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: রবিবার-৪, সোমবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-১।

 

 

 

Next Article
এবার সদলবদলে দিল্লি যাবেন শুভেন্দু, রাজ্যকে চাপে রাখার নয়া কৌশল?
SSC Upper Primary: ইন্টারভিউর বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই? আশা দেখছে না রাজ্যের শিক্ষামহল