এবার সদলবদলে দিল্লি যাবেন শুভেন্দু, রাজ্যকে চাপে রাখার নয়া কৌশল?

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 12, 2021 | 9:16 PM

Suvendu Adhikari BJP: শাসকদলের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলতে এ বার সদলবদলে দিল্লি যাবেন বলে ঠিক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এবার সদলবদলে দিল্লি যাবেন শুভেন্দু, রাজ্যকে চাপে রাখার নয়া কৌশল?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: রাজ্য সরকারকে চাপে রাখার কোনও কৌশলই হাতছাড়া করতে চাইছে না বিজেপি। সংক্ষিপ্ত বিধানসভা অধিবেশনেই দুই পক্ষের যুযুধান দেখা গিয়েছিল। এ বার ফের একবার রাজ্য বনাম বিরোধীদের সংঘাতের ঢেউ ধাক্কা মারতে চলেছে রাজধানী নয়া দিল্লিতে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলতে এ বার সদলবদলে দিল্লি যাবেন বলে ঠিক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দলের বেশিরভাগ বিধায়কেরাও থাকবেন।

বর্তমানে শাসকদের নিশানায় নেওয়ার মতো ইস্যু কম নেই বিজেপির হাতে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে শাসকের কান ঝালাপালা করে দেওয়ার আগেই হাতে চলে এসেছে ভুয়ো ভ্যাকসিন কেলেঙ্কারি, শহরে জেলায় একের পর এক সরকারি অফিসার সেজে থাকা ঠগ ও জালিয়াতের সন্ধান পাওয়ার মতো ঘটনা। এর উপর ভ্যাকসিনের অসম বণ্টনের অভিযোগ তো ছিলই। নতুন করে আরও বড় হাতিয়ার হয়ে ধরা দিয়েছে কলকাতার বুকে ৩ জেএমবি জঙ্গির সন্ধান। তাই রাজ্যকে চাপে রাখার এর থেকে ভাল ‘সুযোগ’ আর পাওয়া যাবে বলেই মনে করছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। যে কারণে মূলত এই ইস্যুগুলির পাশাপাশি আরও একাধিক বিষয়কে সামনে এ বার মিশন ‘দিল্লি চলো’ শুরু করতে চলেছেন শুভেন্দু। আরও পড়ুন: ‘ভিতরে কথা বাইরে বলছেন’ কারা? নাড্ডার কাছে ‘নালিশ’ জানিয়ে এলেন দিলীপ

সূত্রের খবর, বাংলার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে দিল্লিতে এই সফর করবেন নন্দীগ্রামের বিধায়ক। দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করবেন, এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। শাহ বাদে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবে শুভেন্দু নেতৃত্বাধীন বঙ্গ বিজেপির এই প্রতিনিধি দল। যদিও কবে এই সফর হবে সেই সম্পর্কে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে এই সাক্ষাতের উদ্দেশ্য মূলত একটাই। বিজেপির বক্তব্য, সার্বিকভাবে রাজ্যের পরিস্থিতি কতটা খারাপ, সেটা তুলে ধরতেই পরপর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দলীয় বিধায়করা দেখা করবেন। এই সফরকে কার্যত রাজ্যের শাসকদলের উপর বিজেপির একপ্রকার চাপ বৃদ্ধি করার কৌশল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। আরও পড়ুন: কিশোর চান তারুণ্য, তৃণমূলের সাংগঠনিক রদবদলে যুবাদের ‘প্রমোশনের’ ইঙ্গিত

Next Article