SSC: এবার স্কুল ধরে ধরে ‘ভুয়ো’ শিক্ষক ধরবে SSC? নোটিস যাচ্ছে প্রধান শিক্ষকদের কাছে

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 10, 2023 | 12:24 PM

SSC: প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে চাকরি পাওয়া প্রত্যেককে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। চাকরি পাওয়া সকলকে এসএসসি নোটিস দিয়ে জানাবে তাঁদের নিয়োগপ্রক্রিয়া আদালতে বিচারাধীন রয়েছে। কোর্টের নির্দেশ মতো এবার সেই নোটিসই পাঠাচ্ছে এসএসসি।

SSC: এবার স্কুল ধরে ধরে ভুয়ো শিক্ষক ধরবে SSC? নোটিস যাচ্ছে প্রধান শিক্ষকদের কাছে
আচার্য সদন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সমস্ত শিক্ষক ও শিক্ষককর্মীদের বাড়িতে নোটিস ধরাচ্ছে শিক্ষাদফতর। ডিআই মারফত প্রধান শিক্ষক হয়ে সেই নেটিস পৌঁছে যাবে চাকরি প্রাপকদের কাছে। ‘ভুতুড়ে শিক্ষক’-দের ধরতেই এই নোটিস বলে মনে করছেন শিক্ষাবিদরা।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে চাকরি পাওয়া প্রত্যেককে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। চাকরি পাওয়া সকলকে এসএসসি নোটিস দিয়ে জানাবে তাঁদের নিয়োগপ্রক্রিয়া আদালতে বিচারাধীন রয়েছে। কোর্টের নির্দেশ মতো এবার সেই নোটিসই পাঠাচ্ছে এসএসসি। মূলত, ২০১৬ সালের নিয়োগে নিযুক্তদের তালিকা চায় আদালত। প্রতিটি স্কুলে চাকরি প্রাপকদের নামের তালিকা তৈরির পর প্রধান শিক্ষকরা একটি বয়ানে স্বাক্ষর করবেন। যেখানে লেখা থাকবে, “এঁরা ছাড়া আমার স্কুলে আর কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী নেই। যাঁরা ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে এসেছেন।”

কীভাবে চলবে ভুতূড়ে শিক্ষক ধরপাকড়?

এসএসসি সূত্রে খবর, চলতি মাসের ১১ তারিখের মধ্যে প্রধান শিক্ষকদের কাছে পৌঁছবে শিক্ষা দফতরের নোটিস। ওই দিনই সরকারি তথ্য দিয়ে ডিআই তৈরি করবেন শিক্ষক-শিক্ষাকর্মীদের তালিকা। এরপর ১২ তারিখ স্কুলের নোটিস বোর্ডে ঝুলবে চাকরি প্রাপদের নামের তালিকার নোটিস। ১৩ তারিখের মধ্যে শিক্ষকদের হাতে হাতে পৌঁছবে সেটি। যদি কেউ স্কুলে অনুপস্থিত থাকেন ১৪ তারিখের মধ্যে তাঁর বাড়িতে নোটিস পৌঁছে যাবে। ১৫ তারিখের মধ্যে প্রধান শিক্ষক রিপোর্ট দেবেন ডিআইকে। ১৮ তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করবেন ডিআই। ২১ তারিখের মধ্যে জমা পড়বে ডিআইর রিপোর্ট।

 

Next Article