Naushad Siddiqui: আইএসএফের সভা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Jan 19, 2024 | 12:41 PM

ISF: রাজ্যের বক্তব্য, পাঁচটি কর্মসূচি একইদিনে রয়েছে। ফলে এই সভার অনুমতি দেওয়া কীভাবে সম্ভব তা নিয়ে আদালতে প্রশ্ন রাজ্যের। তাদের যুক্তি, এত কর্মসূচি একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে রাজ্য। আজ শুক্রবারই এই আবেদনের শুনানি রয়েছে। 

Naushad Siddiqui: আইএসএফের সভা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য
নওশাদের জামিন খারিজের আবেদন তরুণীর
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নওশাদ সিদ্দিকীর সভা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে আর্জি রাজ্যের। রাজ্যের বক্তব্য, পাঁচটি কর্মসূচি একইদিনে রয়েছে। ফলে এই সভার অনুমতি দেওয়া কীভাবে সম্ভব তা নিয়ে আদালতে প্রশ্ন রাজ্যের। তাদের যুক্তি, এত কর্মসূচি একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে রাজ্য। আজ শুক্রবারই এই আবেদনের শুনানি রয়েছে।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানায় আইএসএফ। ২১ জানুয়ারি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দলের প্রতিষ্ঠাদিবস। সেই দিনকে সামনে রেখে এই কর্মসূচি করতে চায় তারা। গত বছর রানি রাসমণি রোডে আইএসএফের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান ছিল।

সেই অনুষ্ঠান ঘিরে তুলকালাম বাধে খাস কলকাতায়। ধর্মতলায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল সেই অশান্তিকে সামনে রেখে। পুলিশের যুক্তি, সেই অশান্তির কথা মাথায় রেখেই এবারের অবস্থান। তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি চলাকালীন রাজ্যের এজি জানান, এই জায়গায় একটি মাত্রই সভা হয়।

পাল্টা আদালত জানায়, ওই জায়গায় রাজ্যের সমস্যা থাকলে কেউই সভা করতে পারবে না। এরপরই শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ তারিখ সভা করার অনুমতি দেয় আদালত। ১ হাজারের বেশি লোক নয় সভায়, সভার দায়িত্বে যিনি তাঁর নাম আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়। তবে রাজ্য এই সভায় রাজি নয়। এবার ডিভিশন বেঞ্চে তারা।

Next Article