কলকাতা: কলকাতা থেকে শহরতলির সংযোগ বাড়াতে একাধিক রুটে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। হাওড়া, গড়িয়া, সেক্টর ফাইভ, শিয়ালদহ, এসপ্লানেড-এর মতো গুরুত্বপূর্ণ রুট সংযুক্ত করা হচ্ছে মেট্রো রেলের মাধ্যমে। সবকটি রুট দ্রুত চালু করতে যখন বদ্ধপরিকর মেট্রো কর্তৃপক্ষ, তখন রাজ্যের বিরুদ্ধে উঠল টাকা না দেওয়ার অভিযোগ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সেক্টর ফাইভ থেকে হলদিরাম হয়ে তেঘরিয়া পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের জন্য ৫০ শতাংশ টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের। কিন্তু সেটা এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ।
গড়িয়া-এয়ারপোর্ট করিডরের কাজ এগোলেও সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ এবার শুরু করতে চায় রেল। কেন্দ্র ও রাজ্যের ৫০ শতাংশ করে টাকা দেওয়ার কথা এই প্রকল্পে। বুধবার কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব জানিয়েছেন, ৫০ শতাংশ টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের তরফে এখনও কোনও আগ্রহ দেখানো হয়নি। তাঁর দাবি, ৫০ শতাংশ অর্থ না দিতে পারলে রাজ্য জানিয়ে দিক। তাহলে প্রকল্পের পুরো টাকা জন্য রেল বোর্ডের কাছে আবেদন জানানো হবে বলে উল্লেখ করেছেন তিনি। আধিকারিক আরও জানিয়েছেন, ন্যাশনাল মেট্রো পলিসি অনুযায়ী, মেট্রো প্রজেক্টের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র ভাগ করে টাকা দেয়। তবে ওই রুট চালু হলে যে টাকা আসে, তা যায় মেট্রোর ঘরেই।
এই রুট চালু হলে উপকৃত হবেন বহু মানুষ। ই এম বাইপাস ধরে যে সব মানুষ প্রতিদিন যাতায়াত করেন, সেই সব যাত্রীদের জন্য খুব সুবিধা হবে। সেক্টর ফাইভে যাতায়াতের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।