কলকাতা: মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন সিনেমা হল গুলিতে বাংলা সিনেমা চালানো হচ্ছে কি না, তার রিপোর্ট চাইল রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর। গত তিন বছরের আর্থিক বর্ষের রিপোর্ট চাওয়া হল রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফে। কলকাতা জনপ্রিয় মাল্টিপ্লেক্স আইনক্স, পিভিআর, সিনেপোলিস, মাল্টিপ্লেক্স গুলি থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি, সিঙ্গল স্ক্রিনের সিনেমা হলগুলিকেও সম্পূর্ণ তথ্য জানাতে হবে।
২০১৮ সালে রাজ্যে তথ্য ও সংস্কৃতি দফতর ওয়েস্ট বেঙ্গল সিনেমা রেগুলেশন অ্যাক্ট আইন সংশোধন করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, এ রাজ্যে অবস্থিত প্রতিটি সিনেমা হল মাল্টিপ্লেক্স গুলিকে কমপক্ষে একটি করে বাংলা সিনেমা এক বছরের মধ্যে ১২০ দিন চালাতে হবে। অন্তত একবার করে প্রাইম টাইমে চালাতে হবে বাংলা ছবি। প্রাইম টাইম বলতে বোঝানো হয়েছে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। সেই নিয়ম মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনের মালিকরা আদৌ মানছেন কি না তা জানতে চাওয়া হল বলেই তথ্য সংস্কৃতি দফতর সূত্রে খবর।
বর্তমানে বাংলা ছবির ধরন বদলেছে, দর্শকও বদলেছে। বাংলা ছবি দেখতে এখন অনেকেই যান মাল্টিপ্লেক্সে। তা সত্ত্বেও বেশির ভাগ শো জুড়েই চলে, হিন্দি বা বিদেশি ছবি। তুলনামূলকভাবে কম শো থাকে বাংলা ছবির জন্য। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে বাংলা ছবির প্রযোজকদের এই অভিযোগ দীর্ঘদিনের। গুনগত মান ভাল হলেও, অনেক সময়েই বলিউডের বড় ব্যানারের ছবির সঙ্গে পাল্লা দিতে না পারছে না বাংলা ছবি। বাংলা ছবি যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেই কারণেই এই নির্দেশ দিয়েছিলে রাজ্য সরকার। কিন্তু সেটা সব ক্ষেত্রে মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এবার রিপোর্ট চায় রাজ্য।