কলকাতা: স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) নিয়োগ মামলায় এবার আদালতে উঠে এল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। একটি নথি যাচাই করতে গিয়ে নাম ওঠে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডির। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত মামলা চলছে। শুক্রবার সেই মামলার শুনানিপর্বে আদালতে হাজিরা ছিল কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর আদালতের হাতে যে নথি উঠে আসে, তাতে দেখা যায় ২০২০ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডির সুপারিশের প্রসঙ্গ এসেছে। ওএসডি উপদেষ্টা কমিটিকে কোনও একটি বিষয় দেখতে বলেন বলেই আদালত সূত্রে জানা গিয়েছে।
এদিনের এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এতদিন নিয়োগ দুর্নীতিতে কমিশনের নাম উঠে এসেছে, বোর্ডের নাম উঠে এসেছে। কিন্ত এই প্রথমবার একজন মন্ত্রীর ওএসডিকে নিয়ে প্রশ্ন উঠল। খুব স্বাভাবিকভাবে আদালতে উচ্চারিত হল পার্থ চট্টোপাধ্যায়ের নামও। মূলত ছ’ জনের নিয়োগ ঘিরে এই মামলা। এই নিয়োগের সময় সৌমিত্র সরকার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি জানান, কে এই নামগুলি সুপারিশ করেছেন তা তিনি জানেন না। এরপর প্রশ্ন করা হয় কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে।
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও শুক্রবারই সেই নির্দেশে দু’দিনের স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এসএলএসটি-তে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ঘিরে এই মামলা হয়। তালিকায় নীচের দিকে নাম থাকা সত্ত্বেও কীভাবে চাকরি পেলেন শিক্ষকরা তা নিয়েই মামলা।
এরইমধ্যে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানিপর্বে আদালত জানতে চায়, সৌমিত্র সরকার ১৩ জানুয়ারি এসএসসির চেয়ারম্যান পদ থেকে সরে গিয়েছিলেন, তাহলে কীভাবে ২০২০ সালের ১৪ জানুয়ারি তাঁর সই সম্বলিত সুপারিশপত্র পাওয়া গেল? উত্তরে শান্তিপ্রসাদ সিনহা জানান, চেয়ারম্যানের অনুমতি নিয়ে দু’টি মিটিং ডাকা হয়। দু’টি মিটিংয়ের কোনওটাই হয়নি।
মূলত, কার সুপারিশ মেনে এই নিয়োগ, তা জানতে এদিন শান্তিপ্রসাদকে ডাকা হয়েছিল আদালতে। শুনানি চলাকালীন তিনি জানান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডি যিনি উপদেষ্টা কমিটিতে ছিলেন, তিনি চিঠি লিখে জানিয়েছিলেন এ নিয়ে। যদিও এ বক্তব্যে সংশয় রয়েছে আদালতের। বিচারপতি পাল্টা জানতে চান, কেন চেয়ারম্যানকে না বলে তাঁকে বলা হল? এই বক্তব্য আরও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Bengal Budget: কোনও প্রকল্প বন্ধ হবে না, বাজেট প্রস্তাবের পর রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ইভিএমের ফরেন্সিক পরীক্ষা করানো হোক’, উত্তর প্রদেশের রায় নিয়ে অখিলেশের পাশে মমতা