Sudip Banerjee: কলকাতা উত্তরের দায়িত্ব থেকে হঠাৎই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিল তৃণমূল, কী কারণ?
Sudip Banerjee: কলকাতা উত্তরে কি এবার বীরভূম মডেলেই পরিচালনা করতে চায় তৃণমূল? জোর জল্পনা রাজনৈতিক মহলে।

কলকাতা: কলকাতা উত্তরের সভাপতির পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের দায়িত্বে ৯ জনের কোর কমিটি। কলকাতা উত্তরে কি এবার বীরভূম মডেলেই পরিচালনা করতে চায় তৃণমূল? জোর জল্পনা রাজনৈতিক মহলে।
তবে তৃণমূল ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, উত্তর কলকাতায় বীরভূম মডেলই তৈরি করা হল। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূল কংগ্রেসে অন্যতম মুখ তিনি। সভাপতি পদ থেকে তিনি অপসারিত হলেন। তাঁর বদলে ৯ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সদস্য অতীন ঘোষ, জীবন সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, তপন সমাদ্দার ও বিবেক গুপ্ত। অর্থাৎ স্থানীয় বিধায়ক, কাউন্সিলরদের নিয়ে একটা কোর কমিটি গঠন করা হয়েছে।
একটা সময়ে বীরভূম ছিল অনুব্রত মণ্ডলের খাসতালুক। কেষ্টর একেবারে হাতের তালুতে ছিল জেলা। কিন্তু পরবর্তীতে দুর্নীতি মামলায় তাঁর গ্রেফতারি, দীর্ঘদিন জেল-যাপন বীরভূমের সংগঠন কোথাও একটা ছেদ পড়তে শুরু করেছিল। একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে দেন, বীরভূম তিনি নিজেই দেখবেন। সঙ্গে সংগঠনের জন্য কোর কমিটি গঠন করে দেওয়া হয়। অর্থাৎ কোনও ব্যক্তি বিশেষ নয়, কমিটির ওপরেই থাকবে সংগঠনের দায়িত্ব। কেষ্টর প্রত্যাবর্তনেও অবশ্য বিশেষ করে কোনও বদল আসেনি। বিশেষজ্ঞদের মতে, বীরভূম মডেলকে সামনে রেখেই উত্তর কলকাতাতেও কোনও ব্যক্তিবিশেষ নয়, কমিটির ওপরেই ভরসা রাখল তৃণমূল।
সূত্রের খবর, ২০২৬ সালের নির্বাচনের আগে দলীয় সংগঠন ঢেলে সাজাতে চাইছে তৃণমূল। শুক্রবার সভাপতি ও চেয়ারপার্সনের পরিবর্তনের তালিকা এসেছে। উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন সভাপতি থাকবেন, তা নিয়েই বচসা শুরু হয়েছিল তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। সুদীপের এই পদ নিয়ে সংগঠনের অন্যান্য নেতাদেরও আপত্তি ছিল বলে সূত্রের খবর। দেখা গেল, ছাব্বিশের নির্বাচনের আগে কোনও ব্যক্তির ওপর ভরসা না রেখে, কমিটির ওপর দায়িত্ব দিল তৃণমূল নেতৃত্ব।





