Sujay Krishna Bhadra: মানিককে বিধায়ক করতে চেয়ে ‘সাহেব’ অভিষেককে চিঠি পাঠান ‘ভদ্র কাকু’, ইডি-র চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

Sujay Krishna Bhadra: ইডি-র চার্জশিট অনুযায়ী, একদিকে যেমন তিনি মানিক ভট্টাচার্যকে বিধায়ক হতে সহযোগিতা করেছেন, পরোক্ষে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

Sujay Krishna Bhadra: মানিককে বিধায়ক করতে চেয়ে 'সাহেব' অভিষেককে চিঠি পাঠান 'ভদ্র কাকু', ইডি-র চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য
মানিককে প্রার্থী করার আবেদনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 10:07 AM

কলকাতা: আরও বিপাকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে লেখা চিঠি মিলেছে ‘কালীঘাটের কাকুর’ কাছে। ইডি-র চার্জশিটে এমনটাই উল্লেখ। নদিয়ার নাকাশিপাড়া থেকে মানিক ভট্টাচার্যকে প্রার্থী করার অনুরোধ জানিয়ে অভিষেককে চিঠি লেখেন তৃণমূল কর্মীরা। সেই চিঠি তাঁরা পাঠান সুজয় ভদ্রের কাছে। শুধু মানিক নন, জেলা পরিষদে জ্ঞানানন্দ সামন্তকেও প্রার্থী করতে চেয়ে তদ্বির করেছিলেন সুজয়কৃষ্ণ। ইডি চার্জশিটে এমনটাই উল্লেখ।

ইডি-র চার্জশিট অনুযায়ী, একদিকে যেমন তিনি মানিক ভট্টাচার্যকে বিধায়ক হতে সহযোগিতা করেছেন, পরোক্ষে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ইডি চার্জশিটে উল্লেখ করেছে, সুজয় বলেছেন, তাঁর কাছে চাকরি প্রার্থীরা কেউ সরাসরি আসতেন, কেউ বা নেতার মাধ্যমে চিঠি পাঠাতেন। ইডি-র দাবি, চাকরিপ্রার্থীরা জানতেন সুজয়কৃষ্ণর সঙ্গে অভিষেকের সম্পর্ক কেমন, সেই কারণেই তাঁরা কাকুর দ্বারস্থ হতেন সমস্যার সমাধানের জন্য।

ইডির চার্জশিটে উল্লেখ

ইডি-র চার্জশিটে আরও উল্লেখ রয়েছে, সুজয়কৃষ্ণের একাধিক বেআইনি ব্যবসা রয়েছে। বিভিন্ন ভুয়ো বিল তৈরি করা হয়েছে। এমনকী চাপ দিয়ে ব্যবসায়ীদের দিয়ে শেয়ার কেনানো হয়েছে।

প্রসঙ্গত, কালীঘাটের কাকুর বাড়িতে তল্লাশি চালানোর সময় বেশ কয়েকটি চিঠি পান ইডি অফিসাররা। মানিক ভট্টাচার্যকে যাতে প্রার্থী করা হয় ‘কালীঘাটের কাকুর’ কাছে সেই চিঠি লিখেছিলেন তৃণমূল কর্মীরা। তাঁরা মনে করেছিলেন সুজয়কৃষ্ণই মধ্যস্থতা করে চিঠি পৌঁছতে পারেন অভিষেকের কাছে।