Sujay Krishna: ‘কালীঘাটের কাকু’র বুকে আবার শুরু ব্যাথা, আদালতে যেতেই পারছেন না
Sujay Krishna: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণের প্রোডাকশন ওয়ারান্ট চেয়ে আবেদন করেছে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। সেই কারণেই মঙ্গলবারই তাঁকে সশরীরে তোলার কথা ছিল বিচারভবনে।
কলকাতা: নিয়োগ দুর্নীতির একাধিক অভিযুক্তের মুখে শোনা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তারপরই তাঁকে গ্রেফতার করেছিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার হওয়ার পর দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগেই কেটেছে তাঁর। পরবর্তীতে জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। এবার তাঁকে হেফাজতে নিতে চায় সিবিআই। সেই কারণে আজ, মঙ্গলবার তাঁকে সশরীরে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু এদিন ফের বুকে ব্যাথা শুরু হয়ে গিয়েছে সুজয়কৃষ্ণের।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণের প্রোডাকশন ওয়ারান্ট চেয়ে আবেদন করেছে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। সেই কারণেই মঙ্গলবারই তাঁকে সশরীরে তোলার কথা ছিল বিচারভবনে। কিন্তু এদিন ফের তাঁর বুকে ব্যাথা শুরু হয়েছে বলে জেলের তরফে জানানো হয়েছে। তাই এদিন আদালতে উপস্থিত হতে পারবেন না তিনি। যেহেতু প্রোডাকশন ওয়ারান্ট মঞ্জুর করেছে আদালত, তাই এদিন জরুরি ছিল তাঁর উপস্থিতি।
এই খবরটিও পড়ুন
উল্লেখ্য, জেল হেফাজতে থাকাকালীন বারবার অসুস্থ হয়েছেন সুজয়কৃষ্ণ। এমনকী জেলে থাকাকালীন বাইপাস সার্জারিও করানো হয়েছে তাঁর। এবার সিবিআই হেফাজতে নিলে নতুন করে বিপাকে পড়তে পারেন তিনি। এদিকে এদিনই নিয়োগ মামলার আর এক অভিযুক্ত শান্তনুকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।