AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘৫০০ মহিলা জড়ো করা হয়েছে’, ফলতায় কমিশনের টিমের ওপর হামলার আশঙ্কা শুভেন্দুর

Suvendu Adhikari On Commission: শুভেন্দু নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে  একটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তাতেও কেন্দ্রবিন্দুতে দাপুটে নেতা জাহাঙ্গির খানের নাম। কমিশনের যে  বিশেষ টিম ফলতায় পৌঁছেছে, তাঁদের ওপর হামলার আশঙ্কা করছেন শুভেন্দু। জাহাঙ্গির ৩০০ মহিলা জড়ো করেছেন বলে দাবি শুভেন্দুর। 

Suvendu Adhikari: '৫০০ মহিলা জড়ো করা হয়েছে', ফলতায় কমিশনের টিমের ওপর হামলার আশঙ্কা শুভেন্দুর
শুভেন্দু অধিকারীর নিশানায় জাহাঙ্গির খানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 30, 2025 | 3:08 PM
Share

কলকাতা: ফলতায় উঠেছে মৃত ভোটারদের নাম তালিকায় তোলার অভিযোগ। কমিশনের কাজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফলতায় পৌঁছেছে কমিশনের ১৩ সদস্যের স্পেশ্যাল টিম। অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রবিবার দুপুর ১২ টা নাগাদ তিনি ফলতায় বিডিও অফিসে গিয়ে পৌঁছেছেন। প্রথম পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে  একটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তাতেও কেন্দ্রবিন্দুতে দাপুটে নেতা জাহাঙ্গির খানের নাম। কমিশনের যে  বিশেষ টিম ফলতায় পৌঁছেছে, তাঁদের ওপর হামলার আশঙ্কা করছেন শুভেন্দু। জাহাঙ্গির ৩০০ মহিলা জড়ো করেছেন বলে দাবি শুভেন্দুর।  সেক্ষেত্রে মাথা পিছু মহিলাদের ৫০০ টাকা দিয়ে হামলার ছক কষেছেন। শুভেন্দুর দাবি, জিপি অফিসের উপরেই ব্যাঙ্কয়েট হলে জড়ো হয়েছেন। লাঠি জুতো নিয়ে কমিশনের টিমের ওপর হামলা হতে পারে বলে অভিযোগ। শুভেন্দুর আরও ভয়ঙ্কর অভিযোগ, প্রত্যেক মহিলাকে জাহাঙ্গির প্রশিক্ষণ দিয়েছেন।

উল্লেখ্য, মৃতদের নাম ভোটার তালিকায় তোলার চাপ সৃষ্টির অভিযোগের কেন্দ্রবিন্দুতে জাহাঙ্গির খান। অভিযোগ উঠছে, বিএলও-দের চাপ দিয়ে ভোটার তালিকায় মৃতদের নাম তোলা হচ্ছে। তাঁর বিরুদ্ধে এর আগে একাধিক বার সরব হতে দেখা গিয়েছে এলাকায় বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববিকে।

স্বাভাবিকভাবেই এটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “মানুষে মানুষে আসলে কীভাবে বিভেদ তৈরি করতে হয়, সেটাই চান তাঁরা। অশান্তি বাড়ানোর চেষ্টা। শুধু বিএলও-দের ভয় দেখানো হচ্ছে, তাই নয়। সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। এখন বলছে নির্বাচন কমিশনের ওপর হামলা হবে। এক মাস ধরে এসআইআর চলছে, কার ওপরে কোথায় হামলা হয়েছে?”