AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘৩৯ শতাংশ ভোট ৫১ শতাংশে নিয়ে যেতে হবে’, বিজেপিতে যোগ তিনজনের

BJP Bengal: মুখ্যসচিব মনোজ পন্থ শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বাড়ি–রাস্তা তৈরি, জল সরবরাহ, আমার পাড়া, আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পের প্রচার বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেন, "কাজ হোক না হোক, প্রচার চালিয়ে যেতে হবে। বলে নির্দেশ দেওয়া হয়েছে।"

Suvendu Adhikari: '৩৯ শতাংশ ভোট ৫১ শতাংশে নিয়ে যেতে হবে', বিজেপিতে যোগ তিনজনের
| Edited By: | Updated on: Dec 08, 2025 | 7:06 PM
Share

কলকাতা: জেলায় জেলায় কাজ না হলেও উন্নয়নের প্রচার চালানো হবে। এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভোটের আগে বিজেপিতে যোগ দিতে আগ্রহী অনেকেই। এদিনই তিনজন শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন।

সোমবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “৯১১৪টি স্কিমে ৭ হাজার কোটি টাকার টেন্ডার করা হচ্ছে। আমরা এই অবৈধ কাজের দায় নিতে পারব না। এই টাকার মাত্র ১০ শতাংশ টাকা তিনি বরাদ্দ করেছেন। কারণ উনি ভাল করেই জানেন এই টাকা তিনি দিতে পারবেন না। জেলাশাসকদের মনোজ পন্থের মাধ্যমে তিনি নির্দেশ পাঠিয়েছেন।”

মুখ্যসচিব মনোজ পন্থ শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বাড়ি–রাস্তা তৈরি, জল সরবরাহ, আমার পাড়া, আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পের প্রচার বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেন, “কাজ হোক না হোক, প্রচার চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।”

বিরোধী দলনেতা আরও দাবি করেছেন, প্রকল্পের শিলান্যাসের পর জেলাশাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি মিটিং করতে বলা হয়েছে। মিটিংয়ে ন্যূনতম ৫০০ জনের উপস্থিতি নিশ্চিত করতে হবে ও ৫০ শতাংশ মহিলার উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে নির্দেশ এসেছে বলেও দাবি।

শুভেন্দু আরও জানান, বিধানসভা নির্বাচনের আগে অনেকেই বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের লক্ষ যে ৩৯ শতাংশ ভোট পেয়েছি সেটাকে ৫১ শতাংশে নিয়ে যাওয়া।” এদিন বিজেপিতে যোগ দেন সহকারী অধ্যাপক অজয় কুমার দাস। আইএস‌এফের প্রার্থী ছিলেন তিনি। যোগ দিয়েছেন আর এক অধ্যাপক সঞ্জীব হাঁসদা। আদিবাসী সমাজকে নিয়ে কাজ করেন তিনি। যোগ দিয়েছেন বঙ্কিম বিশ্বাস। পুলিশ অফিসার পদে ছিলেন তিনি, বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকে পদত্যাগ করেছেন।