AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee on police: ‘প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে বর্ডার দিয়ে’, পুলিশকে ‘প্রো-অ্যাকটিভ’ হওয়ার বার্তা মমতার

CM Mamata Banerjee news: এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, "পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। আমরা নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যে কারও নামে কিছু বলে ফেলল…ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।"

Mamata Banerjee on police: 'প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে বর্ডার দিয়ে', পুলিশকে 'প্রো-অ্যাকটিভ' হওয়ার বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Updated on: Dec 08, 2025 | 6:24 PM
Share

কোচবিহার: সোমবার কোচবিহারে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। প্রশাসনিক সভা থেকে রাজ্য়ের পুলিশকে সতর্ক করেছেন তিনি। পুলিশকে আরও বেশি করে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন মমতা। তিনি বলেছেন, “মারপিট করতে বলছি না, তবে প্রো-অ্যাকটিভ থাকতে হবে।” শুধু তাই নয়, ভিন রাজ্য থেকে বাংলায় এসে যাতে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে পুলিশকে সেই বিষয়টিও দেখতে বলেছেন তিনি।

সীমান্তের জেলা কোচবিহার। ভোটের আগে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অপরাধ না বাড়ে সেই দিকেই নজর রাখতে বলেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে আরও বেশি করে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের পুলিশকে বলব এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না। প্রো-অ্যাকটিভ হন। প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে বর্ডার দিয়ে। যাঁরা বেশি সমালোচনা করে তাঁরা খেয়ে যায়। দোষ হয় অন্যের।”

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, “পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। আমরা নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যে কারও নামে কিছু বলে ফেলল…ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।” প্রসঙ্গত, অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ-কে আগে দুষেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে বিএসএফ পাহাড়ায় থাকার পরও কীভাবে অনুপ্রবেশকারীরা দেশে প্রবেশ করতে পারে? সেই নিয়ে কেন্দ্রকে দুষেছিলেন তিনি। আজও আরও একবার একই প্রসঙ্গত তুলেছেন রাজ্যের মন্ত্রী।