Suvendu Adhikari: শাহকে ফোন? দুধ আর জল আলাদা করতে মমতাকে মামলা করার পরামর্শ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 20, 2023 | 6:36 PM

Suvendu vs Mamata: মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি নিয়ে আদালতে মামলা করার চ্যালেঞ্জ দিলেন মমতাকে। বললেন, 'আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি মামলা করুন। এর নিষ্পত্তি আদালতে হোক।'

Suvendu Adhikari: শাহকে ফোন? দুধ আর জল আলাদা করতে মমতাকে মামলা করার পরামর্শ শুভেন্দুর
গ্রাফিক্স - টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: জাতীয় দলের তকমা হারানোর পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাকি ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এমন দাবি ঘিরেই সরগরম রাজ্য রাজনীতি। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন মমতা। আর এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বসলেন শুভেন্দু। মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি নিয়ে আদালতে মামলা করার চ্যালেঞ্জ দিলেন মমতাকে। বললেন, ‘আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি মামলা করুন। এর নিষ্পত্তি আদালতে হোক।’

উল্লেখ্য, অমিত শাহকে মমতার ফোন নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা যে দাবি করেছেন, তারপর বুধবার সাংবাদিক বৈঠকে বসেছিলেন মমতা। শুভেন্দুর দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে মমতা বলেছিলেন, অমিত শাহকে তিনি ফোন করেছেন, তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এরপর পাল্টা শুভেন্দুর দাবি ছিল, ফোন গিয়েছিল ল্যান্ডলাইন থেকে। আর এসবের মধ্যেই গতকাল তৃণমূলের তরফে একটি চিঠি পাঠানো হয় শুভেন্দুকে। সেই চিঠির মূল বক্তব্য ছিল, শুভেন্দু ওই মন্তব্য প্রত্যাহার না করলে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বুঝিয়ে দিলেন, তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। শুভেন্দুর দাবি, আদালতে মামলা হলেই দুধ আর জল স্পষ্ট হয়ে যাবে।

অমিত শাহর সঙ্গে মমতার ফোনে কথার প্রসঙ্গ টেনে শুভেন্দু বললেন, ‘আপনি প্রশাসনিক কর্ত্রী। আপনার ফোনের ডিটেল, কলের ডিটেল জনসমক্ষে আনা যায় না। আমি তা জনসমক্ষে আনতেও চাই না। একমাত্র আইন বা আদালতের হস্তক্ষেপ ছাড়া তা জনসমক্ষে আসে না। আপনি মামলা করুন। TRAI-কেও আমি পার্টি করব। ৪ মার্চ থেকে ১২ এপ্রিল আপনার দুটি ল্যান্ড ফোনের কল রেকর্ড আদালতের কাছে তারা দিতে বাধ্য হবে। তাহলেই দুধ ও জল স্পষ্ট হয়ে যাবে। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনিও আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন।’

Next Article