Suvendu Adhikari: ‘অমিত শাহর বক্তব্য বিকৃত করেছেন মমতা’, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘গুন্ডা’ বলায় বেজায় চটলেন শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 20, 2023 | 6:03 PM

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘অমিত শাহ সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য রাখেননি। তিনি এসেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রে দল থেকে নির্দিষ্ট করে দেওয়া জায়গায়।'

Suvendu Adhikari: অমিত শাহর বক্তব্য বিকৃত করেছেন মমতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গুন্ডা বলায় বেজায় চটলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী

Follow Us

কলকাতা: বীরভূমের সিউড়িতে কিছুদিন আগে বিজেপির এক সমাবেশে বক্তব্য রেখে গিয়েছেন অমিত শাহ (Amit Shah)। সেই সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির জন্য টার্গেট স্থির করে দিয়েছেন তিনি। সেই নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, ‘তিনি কখনও সংবিধানের দায়িত্ব কাঁধে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কখনও বলতে পারেন না যে ৩৫ টি আসন পাব। পেলেই আর অপেক্ষা করতে হবে না, বাংলার সরকার পড়ে যাবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী ‘চক্রান্ত’ করছেন বলেও অমিত শাহকে পাল্টা দিয়েছিলেন তিনি। এবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর সেই দাবির বিরোধিতা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী ওনার (অমিত শাহর) বক্তব্য বিকৃত করেছেন।’

শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘অমিত শাহ সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য রাখেননি। তিনি এসেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রে দল থেকে নির্দিষ্ট করে দেওয়া জায়গায়। সেখানে গরমের মধ্যে বীরভূমের জেলার প্রান্তিক মানুষদের সামনে তিনি অনেকগুলি কথার মধ্যে বলেছেন, মোদীজিকে গতবার ১৮টি আসন দিয়েছিলেন, এবার দ্বিগুণ আসন চাই। তার মধ্যে যেন বীরভূম থাকে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও খোঁচা দিয়েছেন, তিনি প্রশাসনিক মঞ্চ থেকেও রাজনৈতিক মন্তব্য করেন বলে। উল্টে, অমিত শাহ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলায় এসেছেন, সেই সময় তিনি যে কোনও রাজনৈতিক মন্তব্য করেননি, সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু।

পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গুন্ডা বলেছেনও অভিযোগ শুভেন্দুর। শুধু তাই নয়, অমিত শাহ নাকি রুদ্ধদ্বার বৈঠকে ‘দাঙ্গা’ নিয়ে কথা বলেছেন বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন বলে অভিযোগ শুভেন্দুর। শুভেন্দুর বক্তব্য, তিনি এই নিয়ে মামলা করবেন এবং মুখ্যমন্ত্রীকে তাঁর মন্তব্য প্রমাণ করতে হবে।

Next Article