Suvendu Adhikari: ২১ জুলাই উত্তরকন্যা যাবেন শুভেন্দু, শর্ত চাপালেও অনুমতি দিল হাইকোর্ট
Suvendu Adhikari: বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ২১ জুলাইয়ের সভা নিয়ে মামলা ছিল এদিন। বিচারপতি সেই সভা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি ঘোষ। শর্ত দেওয়ার কথাও বলেছেন। অন্যদিকে, বিজেপি ওইদিনের সভায় অনুমতি পেল এদিন।

কলকাতা: আগামী ২১ জুলাই প্রতি বছরের মতোই শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। আর ওইদিনই উত্তরকণ্যা অভিযানের কথা ঘোষণা করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যুবমোর্চার মিছিল হওয়ার কথা। আজ, বৃহস্পতিবার সেই অভিযানে অনুমতি দিল আদালত। শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ২১ জুলাইয়ের সভা নিয়ে মামলা ছিল এদিন। বিচারপতি সেই সভা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি ঘোষ। শর্ত দেওয়ার কথাও বলেছেন। অন্যদিকে, বিজেপি ওইদিনের সভায় অনুমতি পেল এদিন। তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল সেখানে করা যাবে। প্রতিটি গ্রুপে ১০০ জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। তবে সভায় ১০,০০০ মানুষ উপস্থিত থাকতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
কসবা ল কলেজে গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওইদিনই তৃণমূলের শহিদ দিবস পালনের কর্মসূচিও রয়েছে। স্বাভাবিকভাবেই একই দিনের জন্য বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ায় রাজনৈতিক পারদ চড়েছে। কিন্তু এই উত্তরকন্যা অভিযানকে গুরুত্ব না দেওয়ার বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
