সিআইডি হাজিরা এড়িয়ে রাতেই দিল্লির বিমান ধরছেন শুভেন্দু, ফের বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে?

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Sep 06, 2021 | 5:13 PM

বাঁকুড়ায় কিছু দলীয় কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার। এরপর আজ রাতেই দিল্লি উড়ে যাবেন তিনি।

সিআইডি হাজিরা এড়িয়ে রাতেই দিল্লির বিমান ধরছেন শুভেন্দু, ফের বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে?
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: প্রাক্তন দেহরক্ষী খুনের মামলায় সিআইডি-র হাজিরা এড়িয়েই দিল্লির বিমান ধরবেন শুভেন্দু! এমন জল্পনাই ক্রমশ তীব্রতর হচ্ছে। জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় বাঁকুড়ায় কিছু দলীয় কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার। এরপর আজ রাতেই দিল্লি উড়ে যাবেন তিনি। ঠিক যে সময় তাঁকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তখন হাজিরা এড়িয়ে ঠিক কী কারণে শুভেন্দু দিল্লি যাত্রা করছেন, সেই নিয়ে অবশ্য জল্পনা দানা বাঁধতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তাঁকে ডেকে পাঠিয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরেও দেখা করতে পারেন তিনি। এই নিয়ে অবশ্য পরিষ্কারভাবে কেউ মুখ খুলছেন না। তবে ভিন্ন একটি সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে যে পদ্ধতিতে শুধুমাত্র ভবানীপুরের নির্বাচন ঘোষণা করেছে, তাতে বঙ্গ বিজেপির অসন্তোষের কথা কেন্দ্রীয় নেতাদের তিনি জানাবেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনি পথে এগোনোর ইচ্ছা রয়েছে বিজেপির। সেই সূত্রে কথা বলা হবে সুপ্রিম কোর্টের আইনজ্ঞদের সঙ্গেও। এমনটাই খবর সূত্রের।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তোলা হলেও ভবানীপুরে বিজেপি যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে, তা কার্যত দিনের দিনের আলোর মতোই পরিষ্কার করে দিয়েছে পদ্মশিবির। তাই সেই নির্বাচনী প্রস্তুতি নিয়ে শুভেন্দু শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন বলে খবর। তবে গেরুয়া শিবির আপাতত প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খুলছে না।

অন্যদিকে সোমবার আদালতে বড় স্বস্তি পেয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের দায়ের করা ৫ টি মামলার মধ্যে ৩ টি মামলা থেকে থেকে শুভেন্দুকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালেই সুরক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন শুভেন্দুর আইনজীবী। আর দুপুরেই সেই মামলায় রক্ষাকবচ পেলেন বিরোধী দলনেতা। কেন তিন বছর পর হঠাৎ তদন্ত শুরু হল? সেই প্রশ্নই এদিন তুললেন বিচারপতি। এ দিন মোট শুভেন্দুর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার শুনানি হয়, তার মধ্যে তিনটি মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

তবে শুভেন্দুর দিল্লি সফর ঘিরে আরেকটি প্রশ্ন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছিল। সেটা হল, মমতাকে হারিয়ে জায়ান্ট কিলার হয়ে ওঠা শুভেন্দু অধিকারীকেই কি ভবানীপুরে প্রার্থী করবে বিজেপি? সে আশঙ্কা থেকে অবশ্য পিছিয়ে আসা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেই সেই জল্পনা খারিজ করে দিয়েছেন। ফলে শুভেন্দু যে এই উপনির্বাচনে লড়তে নামছেন না সেটা স্পষ্ট।

বিজেপি সূত্রে খবর, আপাতত ৪-৫ টি নাম নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে সবচেয়ে প্রথমেই রয়েছে অভিনেতা থেকে রাজনেতা হওয়া রুদ্রনীল ঘোষের নাম। এ ছাড়াও বেশ কয়েকটি নাম আলোচনায় রয়েছে। যেগুলি নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার থেকেই বৈঠক শুরু করেছে বঙ্গ বিজেপি। আরও পড়ুন: ‘তিন বছর পর কেন তদন্ত শুরু হল? কোনও বিশেষ কারণ?’ দেহরক্ষী খুনের মামলায় রাজ্যকে প্রশ্ন বিচারপতির

Next Article