AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: কীভাবে ৭ লক্ষ ভোটে জয় পেয়েছিলেন অভিষেক, বিস্ফোরক দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: বিস্ফোরক অভিযোগ, ৯০০ বেশি বুথে EVM-এ টেপ লাগানো ছিল। প্রতি বুথে ৮ জন করে পোলিং এজেন্ট, আর বাইরে জাহাঙ্গির বাহিনী। ভোট না দিলে দেওয়ার হয়েছিল মারধরের হুমকিও। বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। পাল্টা বিরোধী দলনেতাকে 'ভোট চোর' বলে আক্রমণ তৃণমূলের।

Suvendu Adhikari: কীভাবে ৭ লক্ষ ভোটে জয় পেয়েছিলেন অভিষেক, বিস্ফোরক দাবি শুভেন্দুর
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2025 | 12:02 PM
Share

কলকাতা:  ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  সাত লক্ষ ভোটের জয় নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিস্ফোরক অভিযোগ, ৯০০ বেশি বুথে EVM-এ টেপ লাগানো ছিল। প্রতি বুথে ৮ জন করে পোলিং এজেন্ট, আর বাইরে জাহাঙ্গির বাহিনী। ভোট না দিলে দেওয়ার হয়েছিল মারধরের হুমকিও। বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। পাল্টা বিরোধী দলনেতাকে ‘ভোট চোর’ বলে আক্রমণ তৃণমূলের।

সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, “তিনি নাকি সাত লক্ষ ভোটে জিতেছেন। জানেন, ৯০০-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল। ৮ জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গির বাহিনীর। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন, যে আমি পদ্মফুল বা অন্য কোনও প্রতীক খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি যখন বুথ থেকে বেরোবেন, তখনই মারবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয়, তাও মারবে। এই করে সাত লক্ষ ভোটে জিতেছে।”

উল্লেখ্য,  ২০২৪ সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে রেকর্ড সাত লক্ষ ১০ হাজার ভোটে জিতেছেন অভিষেক। আর এই জয়ের ব্যবধান নিয়েই সরব বিজেপি। কিছুদিন আগেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বিস্ফোরক এই একই অভিযোগ তুলেছিলেন। তিনি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন, ডায়মন্ডহারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। এরপরই অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পেনড্রাইভে তথ্য নিয়ে অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবার যখন শুভেন্দু এই একই অভিযোগ তুললেন, তখন বিঁধতে ছাড়েনি তৃণমূলও।

যদিও এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “এর আগে ওনার দলের মন্ত্রী অনুরাগ ঠাকুরও এই একই কথা বলেছিলেন। যে যে তথ্যে অসঙ্গতির কথা তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি অনুরাগ ঠাকুরের বাড়িতে গিয়ে সমস্ত তথ্য সম্বলিত ভিডিয়ো ডেটা দিয়ে এসেছিলেন। তাও এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাইনা।” তাঁর খোঁচা, “ভোট চোর শুভেন্দুর থেকে কোনও জ্ঞানের বাণী শুনব না।”