Suvendu Adhikari: রাজ্যের বিরোধী দলনেতা, তাও নিরাপদ নন? DGP-CP, মুখ্যসচিবের থেকে জানতে চাইলেন Z ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া শুভেন্দু
Suvendu Adhikari: সোমবারই শুভেন্দু অধিকারীর আইনজীবী অনীশ মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন আদালতের নির্দেশ কার্যকর করতে। আদালতের নির্দেশ মেনেই শুভেন্দু অধিকারী কর্মসূচি করছেন।

কলকাতা: Z ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা? বিজেপির দাবি, পুলিশি নিরাপত্তা ঢিলেঢালা ছিল। কোচবিহারে হামলার মুখে পড়ার পর শুভেন্দু অধিকারী মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি-কে চিঠি দিচ্ছেন। নিরাপত্তা নিয়ে আদালতের নির্দেশ মনে করিয়েই চিঠি করা হচ্ছে।
সোমবারই শুভেন্দু অধিকারীর আইনজীবী অনীশ মুখোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন আদালতের নির্দেশ কার্যকর করতে। আদালতের নির্দেশ মেনেই শুভেন্দু অধিকারী কর্মসূচি করছেন। কিন্তু সেই নির্দেশ ঠিক মতো কার্যকর হয়নি বলে অভিযোগ। জেড ক্যাটাগরির নিরাপত্তার অধিকারী একজন রাস্তা দিয়ে গেলে কীভাবে চারপাশে তৃণমূল কর্মীরা জমায়েত করলেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি।
প্রসঙ্গত, মঙ্গলবার, কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। খাগড়াবাড়ির রাস্তা দিয়ে কোচবিহার শহরে ঢোকার আগেই হামলার মুখে পড়ে শুভেন্দুর কনভয়। প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। পুলিশের বাঁশ, লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
শুভেন্দু অধিকারী বলেন, “গাড়ির সামনের কাচ ভাঙতে পারেনি। পাথর দিয়ে পিছনের কাচ ভেঙেছে। এটা তো সাধারণ গাড়ি নয়। কনভয়ে হামলা নয়, মেরে ফেলার জন্যই পাথর ছুড়েছিল। বুলেটপ্রুফ গাড়ি না থাকলে, থাকত নাকি কিছু!”

