কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal CM Mamata Banerjee) ফের একহাত নিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)। অভিযোগ তুললেন, আয়কর সংগ্রহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় ‘হুমকি’ দিচ্ছেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, রাজ্যে কেন্দ্রীয় অফিসাররা কাজ করতে পারছেন না। রাজ্যে অপরাধীর স্বর্গ রাজ্য তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও সুর চড়ান তিনি। পাশাপাশি, এই আয়কর সংগ্রহ সংক্রান্ত ক্ষেত্রে মমতার হুমকির বিষয়টি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রক ও অর্থ মন্ত্রকের গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও মত নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। মঙ্গলবার টুইট করে নিজের অভিযোগের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই টুইটটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অর্থমন্ত্রককে ট্যাগও করেছেন তিনি।
Central officers are regularly obstructed in WB from doing their duties.
WB Govt nurtures an ecosystem that provides safe haven to criminals & intruders from neighbouring countries.Now, threatening to stop collection of taxes.@HMOIndia & @FinMinIndia kindly take cognizance.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 28, 2022
CM @MamataOfficial threatens what will happen if she doesn’t allow the Central Govt to collect tax from WB.
Let me answer that. It means she is threatening to disintegrate WB (financially) from the rest of India.
Is it a part of a bigger plan? pic.twitter.com/Q3hvrrSRAG
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 28, 2022
উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজ্যের শাসক দলকে নিশানায় নিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাতেই নতুন মাত্রা যোগ করলেন বিজেপি বিধায়ক। একাধিকবার অভিযোগ তোলা হয়েছে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। রাজ্যে যে পুলিশ প্রশাসন এবং রাজ্যের সরকারি আধিকারিকরা শাসক দলের হয়ে কাজ করছে এমন অভিযোগও বার বার উঠে এসেছে। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যে কর্তব্যরত কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কাজ করতে না দেওয়ার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের শাসক দলও আবার সাম্প্রতিক অতীতে একাধিকবার কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের অঙ্গুলিহেলনে কাজ করছে এমন অভিযোগ তুলেছে রাজ্য সরকার। তবে শুভেন্দু অধিকারীর এই টুইট বাণে মমতাকে তোপ দাগায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।