AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health Recruitment: এবার স্বাস্থ্যেও নিয়োগে বেনিয়ম? ঘুঘুর বাসা খুঁজতে RTI শুভেন্দুর

Suvendu Adhikari: বিরোধী দলনেতার দাবি, বিশ্বস্ত সূত্র মারফত তিনি জানতে পেরেছেন, ২০১১ সাল থেকে নাকি রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড মারফত নিয়োগে বিস্তর বেনিয়মের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বদলির ক্ষেত্রেও প্রভাবশালী কিছু ব্যক্তির হাত জড়িয়ে রয়েছে বলে অভিযোগ এসেছে শুভেন্দুর কাছে।

Health Recruitment: এবার স্বাস্থ্যেও নিয়োগে বেনিয়ম? ঘুঘুর বাসা খুঁজতে RTI শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 5:38 PM
Share

কলকাতা: শিক্ষা ক্ষেত্রে, পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ভূরি ভূরি বেনিয়মের অভিযোগ উঠেছে। সেই নিয়ে জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এসবের মধ্যেই উঠে আসছে স্বাস্থ্যক্ষেত্রেও নিয়োগে বেনিয়মের অভিযোগ। এমনই বিস্ফোরক অভিযোগ উস্কে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, বিশ্বস্ত সূত্র মারফত তিনি জানতে পেরেছেন, ২০১১ সাল থেকে নাকি রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড মারফত নিয়োগে বিস্তর বেনিয়মের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বদলির ক্ষেত্রেও প্রভাবশালী কিছু ব্যক্তির হাত জড়িয়ে রয়েছে বলে অভিযোগ এসেছে শুভেন্দুর কাছে। এই নিয়ে আরও বিশদ তথ্য জোগাড় করতে আরটিআই আইনের আওতায় আবেদনও করেছেন বিরোধী দলনেতা।

আরটিআই আবেদনের ছবি-সহ এই বিষয়টি এক্স হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে দু’পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। মোট সাতটি প্রশ্ন তুলেছেন সেখানে। কী কী তথ্য জানতে চাইছেন শুভেন্দু?

অভিযোগ উঠছে, ২০১১ সাল থেকে নিয়োগে বেনিয়ম হয়েছে। সেক্ষেত্রে, ২০১১ সাল থেকে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড মারফত কতজন নিয়োগ পেয়েছেন, সেই তথ্য জানতে চেয়েছেন বিরোধী দলনেতা। কোন সালে, কতজন, কোন পদে চাকরি পেয়েছেন (ডাক্তার, নার্স, ক্লার্ক, সাফাইকর্মী ইত্যাদি) সেটাও জানতে চান শুভেন্দু। তাঁরা প্রথমে কোথায় নিয়োগ পেয়েছিলেন, বর্তমানে কোন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত, সেটিও জানতে চান তিনি।

২০১১ সাল থেকে কতজন ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীর বদলি হয়েছে, তাঁরা আগে কোথায় কাজ করতেন, বর্তমানে কোথায় কাজ করেন, কবে বদলি হয়েছেন এইসব তথ্যও বিশদে জানতে চেয়েছেন বিরোধী দলনেতা। যদিও শুভেন্দুর এই আরটিআই-এর প্রেক্ষিতে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।