Suvendu Adhikari: বাংলাকে ‘কিলিং হাবে’ পরিণত করেছেন মমতা, যোগীকে প্রশ্ন করা মানায় না তাঁর মুখে, পাল্টা শুভেন্দু
Suvendu slams Mamata: যিনি গোটা বাংলাকে 'কিলিং হাবে' পরিণত করেছেন, তাঁর মুখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্ন করা মানায় না। পাল্টা আক্রমণ শুভেন্দুর।
কলকাতা: যিনি গোটা বাংলাকে ‘কিলিং হাবে’ পরিণত করেছেন, তাঁর মুখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্ন করা মানায় না। যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশকে রাম রাজ্যে পরিণত করছেন। লখিমপুরের ঘটনা প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়ের প্রেক্ষিতে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ ভবানীপুর গুরুদ্বারের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার নিন্দা জানানোর ভাষা নেই। চারিদিকে এভাবেই চলছে জুলুমবাজি। ত্রিপুরায় যান, সেখানে ১৪৪ ধারা। অসমে যান, সেখানেও ১৪৪ ধারা। উত্তর প্রদেশে গুলি করে মারুক বা দুর্ঘটনাতেই মারা যাক, সেখানেও ১৪৪ ধারা। মানবিকতার আর কিছু বাকি নেই। ”
উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “কৃষকদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লখিমপুরের ঘটনা দুর্ভাগ্য়জনক। তারা (বিজেপি সরকার) গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রতিনিধি দলকে আটকানো হয়েছে। পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সেই কারণেই ওখানে ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে। প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে একই ঘটনা। ১৪৪ ধারা ছাড়া আর কিছুই নেই। তারা গণতন্ত্রের বদলে স্বৈরতান্ত্রিক সরকার চালাচ্ছে।”
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর রাজ্যের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ একাধিকবার খবরের শিরোনামে এসেছে। শীতলকুচির ছোট শালবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মানিক মৈত্রের। এলাকারই বাসিন্দা বছর ৩০-এর মানিক মৈত্রের পেটে গুলি লেগেছিল। অভিযোগ, ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় অশান্তি ছড়াতে শুরু করে। বাসিন্দারা অভিযোগ করেছিলেন, এলাকায় বাড়ি ভাঙতে এসেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লুঠপাটও চালানো হয়। সংঘর্ষের খবর পেয়েই দেখতে গিয়েছিল মানিক। এরপর গুলি চলে সেখানে। কোনওভাবে গুলি লাগে মানিকের পেটে। তাঁকে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক মানিককে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে ভোটের দিন আনন্দ ভ্রমণ ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই মামলায় গতকাল তল্লাশি চালিয়েছে সিবিআই-এর তদন্তকারী দল। ৪ তৃণমূল নেতা ও কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে খবর। তল্লাশির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কাউকেই এ দিন গ্রেফতার করতে পারেনি তদন্তকারী দলের অফিসাররা।
কয়েকদিন আগেই, নদিয়ার কোতোয়ালিতে পলাশ মণ্ডল খুনের ঘটনায় চার্জশিট পেশ করেছে সিবিআই। ১৫ জনের নাম রয়েছে তালিকায়। যাঁদের মধ্যে ১২ জনই আপাতত জেল হেফাজতে রয়েছেন। অভিযোগ, ভোট পরবর্তী হিংসার বলি হন নদিয়ার কোতোয়ালি থানা এলাকার বিজেপি কর্মী পলাশ মণ্ডল। অভিযোগ, গত ১৪ জুন পলাশ মণ্ডলকে বাড়িতে গুলি করে, বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় নিহতের বাড়ির দেওয়ালে এখনও বোমার দাগ লেগে রয়েছে।
বীরভূমের বাসিন্দা মনোজ জয়সওয়ালের মৃত্যু মামলায় প্রথম চার্জশিট দাখিল করে সিবিআই। গত ১৪ মে মনোজকে খুনের অভিযোগ ওঠে। গত ৩ সেপ্টেম্বর বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনে ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই। এটাই ছিল এই মামলার দ্বিতীয় চার্জশিট। চার্জশিটে নাম রয়েছে টুনটুন চৌধুরী নামে একজনের। ১০ সেপ্টেম্বর জমা পড়ে তৃতীয় চার্জশিট। বীরভূমের কাঁকড়তলার বিজেপি কর্মী মিঠুন বাগদি খুনে চার্জশিট জমা পড়ে এদিন।
আরও পড়ুন : Post Poll Violence Case: ‘এতটা সিরিয়াস ইস্যুতে এত ক্যাজুয়াল অ্যাটিটিউড’, চরম ভৎর্সনার মুখে সিট