Swasthya Bhaban: আন্দোলনের মাঝেই এবার সিনিয়র চিকিৎসকদের ‘বন্ড’ নিয়ে প্রশ্ন তুলল স্বাস্থ্য দফতর

Swasthya Bhaban: বেশ কয়েকটি রাজ্য সরকারি মেডিক্যাল কলেজের সুপার ও অধ্যক্ষদের উদ্দেশে ওই চিঠি দিয়েছে স্বাস্থ্য ভবন। সেখানে অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, মেডিক্যাল কলেজে কাজ করার মেয়াদ ফুরলেও চিকিৎসকদের সেখান থেকে রিলিজ করা হচ্ছে না।

Swasthya Bhaban: আন্দোলনের মাঝেই এবার সিনিয়র চিকিৎসকদের 'বন্ড' নিয়ে প্রশ্ন তুলল স্বাস্থ্য দফতর
ফাইল ফোটো
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 7:01 PM

কলকাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যেই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। বন্ডের অন্তর্গত সিনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না, এমনই অভিযোগ উঠল স্বাস্থ্য দফতরের তরফে। কেন নিয়ম মানা হচ্ছে না? কেন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও মেডিক্যাল কলেজের বাইরে গিয়ে কর্তব্যপালন করছেন না চিকিৎসকেরা, সেই বিষয়ে কার্যত জবাব তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।

মেডিক্যাল পড়ুয়া বা ডাক্তারদের জন্য বন্ডের সময়সীমা হল তিন বছর। এই তিন বছরের মধ্যে এক বছর মেডিক্যাল কলেজে কাজ করতে হয়, বাকি দু’বছর জেলা ও গ্রামীণ হাসপাতালে অর্থাৎ জেলা স্তরে কাজ করতে হয় সিনিয়র চিকিৎসকদের। সেই নিয়ম মানা হচ্ছে না বলেই উঠেছে অভিযোগ। বন্ড কেউ ছাড়লে স্বাস্থ্য ভবনকে টাকা দিয়ে ছাড়তে হয়।

বেশ কয়েকটি রাজ্য সরকারি মেডিক্যাল কলেজের সুপার ও অধ্যক্ষদের উদ্দেশে ওই চিঠি দিয়েছে স্বাস্থ্য ভবন। সেখানে অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, মেডিক্যাল কলেজে কাজ করার মেয়াদ ফুরলেও চিকিৎসকদের সেখান থেকে রিলিজ করা হচ্ছে না। ফলে জেলা হাসপাতালগুলিতে যথেষ্ট চিকিৎসা পরিষেবা দেওয়া যাচ্ছে না।

এই খবরটিও পড়ুন

স্বাস্থ্য ভবনের এক শীর্ষ কর্তারা বক্তব্য, “বন্ডের নিয়ম মেনে কেন মেডিক্যাল কলেজ গুলিতে এক বছর পূর্ণ হ‌ওয়ার পরও সিনিয়র রেসিডেন্টরা জেলা হাসপাতাল বা গ্রামীণ হাসপাতালে কাজে যোগ দিচ্ছেন না, তা জানতে চাওয়া হয়েছে।”