AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tala prattoy durga puja: ‘সবুজ রবে বাংলা’! পুজোর ট্যাগ লাইনের আসল মানে বোঝাল টালা প্রত্যয়

Tala prattoy: এই বছর একশো বছরে পা দিল টালা প্রত্যয়। এবার তাদের থিম 'সবুজরবেবাংলা'। সামনে বছর এই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এই থিম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুুউতোর।

Tala prattoy durga puja: 'সবুজ রবে বাংলা'! পুজোর ট্যাগ লাইনের আসল মানে বোঝাল টালা প্রত্যয়
টালা প্রত্যয়ের আসল থিম কী?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 11:25 AM
Share

কলকাতা: সামনের বছর বিধানসভার ভোট। তবে তার আগে রয়েছে দুর্গাপুজো। রাজনীতির লড়াই কি এবার বড়-বড় পুজো মণ্ডপগুলির থিমেও পড়তে শুরু করেছে? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ, বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের থিম এবার ‘বাংলা ও বাঙালি’। অর্থাৎ যে বাঙালি অস্মিতা নিয়ে ভোটের আগে রাজনৈতিক আলোচনা-যুক্তি-তর্ক চলছে, তা নিয়েই যখন তৈরি হয়ে যায় গোটা পুজোর থিম তখন প্রশ্ন ওঠে বৈকি! আবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’।তবে এবার আর শুধু অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব বা সন্তোষ মিত্র নয়, একই তালিকায় এল টালা প্রত্যয়ের নামও। তাদের একটি পোস্টার ও থিমের ভাবনা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে।

কেন এত জল্পনা?

এই বছর একশো বছরে পা দিল টালা প্রত্যয়। এবার তাদের থিম ‘বীজ অঙ্গন’। আর তার ট্যাগ লাইন ‘সবুজ রবে বাংলা’। সামনে বছর এই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এই ট্যাগলাইন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুুউতোর। কেউ কেউ প্রশ্ন তুলছে, এর অর্থ অন্তর্নিহিত অর্থ নিয়েও।

তবে টালা প্রত্যয়ের এই ট্যাগ নিয়ে প্রশ্ন উঠেছিল একুশ সালেও। সেই বছরও বিধানসভা ভোট ছিল। ক্ষমতায় তৃণমূল থাকবে নাকি বিজেপি আসবে সেই নিয়ে জল্পনার মাঝে তাদের থিম ছিল ‘একুশেও বদলাচ্ছে না’। অর্থাৎ নিজেদের পুজোর থিমের মধ্যে দিয়ে কি কোনও সুক্ষ বার্তা দিতে চায় টালা প্রত্যয় কি না? সেই নিয়েই উঠছে প্রশ্ন।

যদিও, সব জল্পনা উড়িয়েছেন এই ক্লাবের সদস্যরা। পুজো উদ‍্যোক্তা শুভ বসু বলেন, “শস্য-শ্য়ামলা বাংলার কথাই তুলে ধরবেন এই পুজোয়।  বাংলা সবুজই থাকবে। আমরা বলতে চাইছি কৃষিক্ষেত্রে সবুজ থাকার কথা। এই থিমের রচয়িতা ভবতোষ শুথার। আর নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অন্যতম শিল্পের নির্দশন টালা প্রত্যয় দেখাবে।”