AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Roy: বিজেপি প্রার্থী তাপস রায়? লড়ছেন কোন কেন্দ্রে? বড় খবরের আভাস

Tapas Roy: সোমবারই বরানগরের তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি নিজের ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন।

Tapas Roy: বিজেপি প্রার্থী তাপস রায়? লড়ছেন কোন কেন্দ্রে? বড় খবরের আভাস
বিজেপিতে তাপস রায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 12:00 PM
Share

কলকাতা: দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়। তেমনই খবর সূত্রের। বুধবার বিকালে তাপস রায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবারই বরানগরের তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি নিজের ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন।

বাংলাকে চমকে দিয়ে তৃণমূলের সঙ্গে ২৩-২৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তাপস। সোমবার সকালেই তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন  রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসার পরই সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায়। দলের বিরুদ্ধেই বিস্ফোরক দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, তিনি তৃণমূলে অবহেলিত। তিনি বলেন, বলেন, ‘‘দলে এত দুর্নীতি, সন্দেশখালিকাণ্ড, আমাকে এত অপমান, অসম্মান, অবহেলা আমাকে কষ্ট দিয়েছে। বেশ কিছু দিন ধরে আমি দলের থেকে দূরত্ব বজায় রেখে চলছি।’’

তবে লোকসভা নির্বাচনের আগে কি বড় কোনও সিদ্ধান্ত নেবেন তাপস রায়? এই জল্পনার মধ্যেই বড় খবর। বিজেপি সূত্রে খবর, দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়। দমদম বিজেপির অত্যন্ত সম্ভাবনাময় একটি আসন। অন্তত বিজেপি অন্দরের রিপোর্ট সে কথা বলছে। আবার আরেক সূত্রে খবর, উত্তর কলকাতার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।  এরই মধ্যে বুধবার তাপস রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, তাপস রায় যে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন, তা নিয়ে মঙ্গলবারই সিদ্ধান্ত নেবেন স্পিকার।