কলকাতা: থামল বৃষ্টি। ফের সকাল থেকেই হাসছে আকাশ। বৃষ্টি থামতেই আড়াই ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায়। হাওয়া অফিস বলছে এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাতে যে খুব স্বস্তি শীতপ্রেমীদের এমনটা নয়। আবহাওয়াবিদরা বলছেন, এখনই জাঁকিয়ে শীতের আশা নেই। নিম্নচাপের চাপ কমলেও পশ্চিমী ঝঞ্ঝার বাধায় ফের পথ হারাবে শীত।
আবহাওয়া দফতর বলছে সোমবারের পর আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। দৃশ্যমানতাও অনেকটাই কমে যেতে পারে। সে কারণে বেলা পর্যন্ত সতর্কতা জারি আবহাওয়া দফতরের। সকাল থেকেই কুয়াশার দাপট চলছে পশ্চিমের জেলাগুলিতে।
সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ল বাঁকুড়া। পাল্লা দিয়ে বৃদ্ধি পেল ঠান্ডাও। ভোর থেকেই কার্যত ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় বাঁকুড়া শহর সহ জেলার বিভিন্ন প্রান্ত। কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে পঞ্চাশ মিটার দূরের বস্তুও চোখে পড়ছে না ঠিকমতো। বেলা আটটার পরেও সূর্যর দেখা মেলেনি। মেঘ থাকায় গত দু”দিন শীতের প্রভাব কিছুটা কমেছিল। এদিন সকাল থেকে কুয়াশার সঙ্গে সঙ্গে ফের শীতের প্রভাব ফিরে এসেছে। একদিকে কুয়াশার দাপট অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডায় সকাল থেকেই জবুথবু জেলার মানুষ। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। একই ছবি পশ্চিম মেদিনীপুরেও। আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে সেখানেও। শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকেছে জেলার বিস্তীর্ণ এলাকা। যত রাত বেড়েছে কুয়াশার দাপট তত বেড়েছে।